digit zero1 awards

অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ডিলের শেষ দিনে দারুন অফার স্মার্টফোনে

অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ডিলের শেষ দিনে দারুন অফার স্মার্টফোনে
HIGHLIGHTS

আজকের এই সেলে আপনারা দারুন সব স্মার্টফোন অনেক কম দামে কিনতে পারবেন

গত কয়েকদিন ধরে চলতে থাকা এই অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান সেলের শেষ দিনে অ্যামাজন দারুন সব স্মার্টফোনের দারুন অফার পাওয়া যাচ্ছে। আর এর মধ্যে থেকে কোন ফোন আপনাদের পছন্দ হলে তা থেকে নিজেদের করতে পারেন। আসুন তবে শেষ দিনের শেষ ধামাকা অফার একবার দেখে নেওয়া যাক।

RealMe 1

আজকে এই রিয়েলমি স্মার্টফোনটি আপনারা মাত্র 10,490 টাকায় নিজের করতে পারবেন। আর সাইটে এর আসল দাম 12,990 টাকা বলা হয়েছে। আর এই ফোনটি আজকের সেলে 4GB র‍্যাম ভেরিয়েন্টে কেনা যাচ্ছে। এখান থেকে কিনুন।

Redmi Y2 
আজকে এই রেডমির ফোনটি আপনারা এইস এলে গোল্ড কালার অপশানে মাত্র 10,999 টাকায় নিজের করতে পারবেন। আর এর আসল দাম সাইটে 13,499 টাকা বলা হয়েছে। আর এই ফোনটি আজকে 4GB র‍্যাম অপশানে কেনা যাচ্ছে। এখান থেকে কিনুন।

Honor Play
আজকে এই হনারের ফোনটি আপনারা দারুন সেলে মাত্র 18,999 টাকায় নিজের করতে পারবেন। আর সাইটে এরা আসল দাম 21,999 টাকা বলা হয়েছে। আর এই ফোনটির র‍্যাম 4GB আর স্টোরেজ 64GB। এখান থেকে কিনুন।

Huawei Nova 3i
এই হুয়াওয়ের ফোনটি আপনারা আজকের সেলে মাত্র 17,990 টাকায় কিনতে পারবেন। এই চারটি ক্যামেরা যুক্ত ফোনটির আসল দাম সাইটে 23,999 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।

Mi A2
আজকে এই মি ফোনটি আপনারা অ্যামাজনের সেলে মাত্র 14,999 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 17,499 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।

Samsung Galaxy Note 8
আজকে এই স্যামসাংয়ের ফোনটি আপনারা মাত্র 43,990 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 74,690 টাকা বলা হয়েছে। আর এর সঙ্গে এই ফোনটি আপনারা আজকে মিডনাইট ব্ল্যাক কালারে কিনতে পারবেন। এখান থেকে কিনুন।

Vivo V9 Pro 
এই ভিভোর দারুন দেখতে ফোনটি আপনারা আজকের সেলে মাত্র 17,990 টাকায় নিজের করতে পারবেন। আর সাইটে এর আসল দাম 19,990 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।

Huawei P20 Lite
হুয়াওয়ের এই ফোনটি আপনারা আজকের সেলে মাত্র 15,999 টাকায় নিজের করতে পারবেন। আর সাইটে এর আসল দাম 22,999 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।

Redmi 6 Pro
আজকে এই রেডমিফোনটি আপনারা এখানে মাত্র 10,999 টাকায় নিজের করতে পারবেন। আর সাইটে এর আসল দাম 11,499 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন

Samsung Galaxy A8+
এই স্যামসাংয়ের দারুন ফ্ল্যাগশিপ ফোনটি আজকের সেলে আপনারা মাত্র 23,990 টাকায় নিজের করতে পারবেন। আর সাইটে এর আসল দাম 41,900 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।

Honor 7C
এই হনারের ফোনটি ব্লু কালার ভেরিয়েন্টে আজকে 8,999 টাকায় কেনা যাবে। আর সাইটে এর আসল দাম 12,999 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।

নোটঃ সাইটে ডিভাইসের দাম আর অফারে কিছু পরিবর্তন হতে পারে আর সাইটে ডিভাইসের দাম আর অফারের এই পরিবর্তন সেই সাইটের ব্যাক্তিরাই করে থাকেন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo