অ্যামাজনে আবার শুরু হল ‘গ্রেট ইন্ডিয়ান সেল’। এই সেল আজ থেকে 5 তারিখ পর্যন্ত চলবে। আর এই সেলে এবার তারা দারুন ডিস্কাউন্টের সঙ্গে আরও বেশ কিছু নতুন অফার এনেছে। মানে আপনারা যদি আজকে থেকে শুরু হওয়া এই সেলে এবার অ্যামাজন ক্যাশব্যাকের অফার দিচ্ছে। আর এই অফারটি তাদের প্রথম কেনায় 10% য়ের ইন্সট্যান্ট ডিস্কাউন্ট দিচ্ছে। আর এর সঙ্গে 10% য়ের ক্যাশব্যাক দিচ্ছে। আর এই ক্যাশব্যাক আপনাদের অ্যামাজন পে ব্যালেন্সে চলে আসবে। মানে 10 হাজার টাকার ফোনটি এই সব ডিস্কাউন্টের পরে আপনারা আরও কমে পেয়ে যাবেন।
আর শুধু তাই না HDFC ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে কেনাকাটা করলে এই ইন্সট্যান্ট ক্যাশব্যাক মিনিমান 2,000 টাকার অর্ডারে পাওয়া যাবে। আর 5% ক্যাশব্যাক পাওয়া যাবে 2,000 টাকার কেনাকাটায় আর কেনাকাটা যদি কম করে 5000 টাকার হয় তবে তা আপনারা 10% ক্যাশব্যাক হিসাবে পাবেন।
তবে এই ক্যাশব্যাকের অফারটি ফ্ল্যাশসেলের জিনিসের ওপরে নেই। মানে এই ক্যাশব্যাকে কিছু শর্ত রাখা আছে। তবে বেশির ভাগ জিনিসের সঙ্গেই এই অফারটি পাওয়া যাচ্ছে।
আজকে এই সদ্য লঞ্চ হওয়া ফোনটি অ্যামাজন ইন্ডিয়াতে শুরু হওয়া গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল সেলে 6GB র্যাম ভেরিয়েন্টে মাত্র 37,999 টাকায় নিজের করতে পারবেন। এখান থেকে কিনুন।
স্যামসাংয়ের এই ফ্ল্যাগশিপ ডিভাইসটি আপনারা আজকের সেলে মাত্র 23,990 টাকায় নিজের করতে পারবেন। আর সাইটে এর আসল দাম 41,900 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।
আজকে এই রেডমির নতুন ফোনটি আপনারা এই সেলে মাত্র 10,999 টাকায় কিনতে পারবেন। আর এই ফোনটির আসল দাম 11,499 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।
আজকে এই 4GB র্যামের ফোনটি আপনারা মাত্র 10,999 টাকায় নিজের করতে পারবেন। আর সাইটে এর আসল দাম 13,499 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।
এই ফোনটির 4GB র্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট আজকের সেলে আপনারা মাত্র 12,999 টাকায় নিজের করতে পারবেন। আর সাইটে এর আসল দাম 13,499 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।
আজকে এই হনারের ফোনটি আপনারা আজকের সেলে মাত্র 8,499 টাকায় নিজের করতে পারবেন। আর সাইটে এর আসল দাম 12,999 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।
আজকে এই Mi A2 ফোনটি মাত্র 14,999 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে আর এই ফোনটির আসল দাম 17,499 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।
এই হনারের ফোনটি আজকে নেভি ব্লু কালারে মাত্র 17,999 টাকায় কেনা যাবে। আর এই ফোনটির আসল দাম 21,999 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।
আজকে এই স্যামসাংয়ের ফোনটি আপনারা মাত্র 43,990 টাকায় কেনা যাবে আর সাইটে এর আসল দাম 74,690 টাকা বলা হয়েছে, এই ফোনটি S-Pen য়ের সঙ্গে আসবে। এখান থেকে কিনুন।
আজকে এই স্যামসাং গ্যালাক্সি ফোনটি আপনারা 10,990 টাকায় কেনা যাবে। আর সাইটে এর আসল দাম 14,990 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।
আজকে এই হুয়াওয়ের ফোনটি আপনারা মাত্র 17,990 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 23,999 টাকা বলা হয়েছে। এটি আজকে আইরিশ পার্পাল কালারে কেনা যাবে। এখান থেকে কিনুন।
আজকে এই হুয়াওয়ে ফোনটি আপনারা মাত্র 14,999 টাকা বলা হয়েছে। আর এই ফোনটির আসল দাম সাইটে 22,999 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।