Amazon Great Freedom Festival Sale: অ্যামাজন সেলে Samsung Galaxy A34, Galaxy A04 সহ কোন কোন স্যামসাং ফোনে রয়েছে বিপুল ছাড়?
Amazon এ চলছে Amazon Great Freedom Festival Sale
এই সেলে Samsung ফোনের উপর আছে বাম্পার ছাড়
তালিকায় রাখুন Galaxy A34, Galaxy A04 সহ এগুলো
Amazon -এ চলছে Amazon Great Freedom Festival Sale। আগামী 8 অগাস্ট পর্যন্ত চলবে এই সেল। বাম্পার ছাড় পাবেন Samsung -এর বিভিন্ন ডিভাইসে। দেখুন এই কোম্পানির কোন কোন ফোন কিনবেন এই সেল থেকে।
SBI -এর ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা করলে পাবেন 10% ছাড়। EMI লেনদেনের উপর অফার সহ এক্সচেঞ্জ অফার সব পাবেন এই সেলে।
Samsung Galaxy A14 5G
এই সেলে 20,999 টাকার বদলে ফোনটি 17,999 টাকায় কেনা যাবে। SBI -এর কার্ড ব্যবহার করে কিনলে পাবেন আরও 10% ছাড়। এছাড়া এক্সচেঞ্জ অফার তো আছেই।
Samsung Galaxy A14 5G ফোনে আছে 90 Hz রিফ্রেশ রেট সহ 6.60 ইঞ্চির একটি ডিসপ্লে রয়েছে যেখানে দারুন ভিউয়িং এক্সপিরিয়েন্সের জন্য পাবেন 1080X2408 পিক্সেলের রেজোলিউশন পাবেন। 5000mah ব্যাটারি সহ অ্যান্ড্রয়েড 13 আছে এই ফোনে। ডিল দেখুন
Samsung Galaxy A34 5G
35,499 টাকার বদলে 30,999 টাকাতেই এখন কেনা সম্ভব এই ফোন। 26,750 টাকার এক্সচেঞ্জ অফার পাবেন এই ফোনে। এছাড়া SBI -এর কার্ড ব্যবহার করে কিনলে পাবেন আরও 10% ছাড়।
120 Hz রিফ্রেশ রেট সহ একটি 6.6 ইঞ্চির বড় ডিসপ্লে রয়েছে Samsung Galaxy A34 ফোনে। 48+8+5 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা পাবেন এই ফোনে দারুন ফোন ফটোগ্রাফির জন্য। অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে চলবে এটি। ডিল দেখুন
Samsung Galaxy A54 5G
Amazon সেলে এই ফোনটির দাম রাখা হয়েছে 40,999 টাকা। যদিও এটার আসল দাম 45,999 টাকা। এক্সচেঞ্জ অফার সহ ব্যাংক অফার রয়েছে এই ফোনে। SBI -এর কার্ড ব্যবহার করে কিনলে পেয়ে যাবেন 10% ছাড়।
Samsung Galaxy A54 5G ফোনটিতে আছে Exynos 1380 প্রসেসর। 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা রয়েছে এখানে যার সাহায্যে দারুন ছবি তোলা যাবে। ডিল দেখুন
Samsung Galaxy A04
এটি একটি বাজেট ফোন, যা এখন 15,999 টাকা নয় 12,999 টাকায় কেনা যাচ্ছে। এক্সচেঞ্জ অফারও পাবেন এই ফোনে। 750 টাকার ছাড় পেতে পারেন SBI -এর কার্ড ব্যবহার করে কিনলে।
6.5 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে রয়েছে এখানে। অ্যান্ড্রয়েড 12 -এর সাহায্যে চলা এই ফোনে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা পাবেন। ডিল দেখুন
Subhasmita Kanji
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile