Amazon Great Freedom Festival Sale: ওয়ানপ্লাস থেকে স্যামসাং স্মার্টফোনে অবিশ্বাস্য ছাড়, আজ রাত থেকে শুরু হবে সেল

Updated on 05-Aug-2024
HIGHLIGHTS

Amazon Great Freedom Festival Sale আগামীকাল অর্থাৎ 6 অগাস্ট থেকে শুরু হবে

অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভাল সেলটি প্রাইম মেম্বরদের জন্য আজ রাত 12টায় লাইভ করে দেওয়া হবে

গ্রেট ফ্রিডম ফেস্টিভাল সেলে Samsung, OnePlus থেকে iPhone মতো বড় ব্রান্ডের স্মার্টফোনে বাম্পার ছাড় পাওয়া যাবে

Amazon Great Freedom Festival Sale আগামীকাল অর্থাৎ 6 অগাস্ট থেকে শুরু হবে। অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভাল সেলটি প্রাইম মেম্বরদের জন্য আজ রাত 12টায় লাইভ করে দেওয়া হবে। পাশাপাশি, নন-প্রাইম মেম্বরদের জন্য এই সেল 6 অগাস্ট দুপুর 12টায় লাইভ হবে। সেল চলাকালীন বিভিন্ন প্রোডাক্ট দুর্দান্ত সব ছাড় দেওয়া হবে। শুধু তাই নয়, সেলে Samsung, OnePlus থেকে iPhone মতো বড় ব্রান্ডের স্মার্টফোনে বাম্পার ছাড় পাওয়া যাবে।

Amazon Great Freedom Festival Sale কোন স্মার্টফোনে পাওয়া যাবে কত ছাড়

অ্যামাজন পেজে লাইভ টিজার অনুযায়ী ওয়ানপ্লাস নর্ড সিই 4 লাইট, আইকিউ জি9 লাইট 5জি, আইফোন 13, স্যামসাং গ্যালাক্সি এফই 5জি, ওয়ানপ্লাস নর্ড 4 সহ রেডমি 13সি 5জি ফোনে দেদার ছাড় দেওয়া হবে।

আরও পড়ুন: New Samsung Smartphone: মাত্র 8999 টাকায় ভারতে এল নতুন স্যামসাং গ্যালাক্সি ফোন, 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি

গ্রেট ফ্রিডম ফেস্টিভাল সেলে OnePlus Nord CE 4 Lite ফোনে সবচেয়ে বড় ডিল দেওয়া হবে। স্মার্টফোনটি সেল প্রাইসের সাথে আগেই শোকেস করে দেওয়া হয়েছে। ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ফোনটি সেলে ব্যাঙ্ক এবং কুপন অফারের সাথে 16,999 টাকায় কেনা যাবে।

শুধু তাই নয়, সেলে iPhone 13 ফোনেও বাম্পার ছাড় পাওয়া যাবে। ছাড়ের সাথে ফোনটি 47,999 টাকায় বিক্রি হবে।

আপনি যদি Redmi 13C 5G ফোনটি এই সেলে কম দামে কিনতে চান, তবে এটাও সুযোগ থাকবে। রেডমি ফোনটি ছাড়ের সাথে 9499 টাকায় কেনা যাবে।

আগামীকাল শুরু হওয়া এই সেলে গ্রাহকরা Samsung Galaxy S21 FE 5G ফোনটি কম দামে বিক্রি হবে। ফোনটি ব্যাঙ্ক অফারের সাথে 25 হাজার টাকার কম দামে কেনা যাবে।

রিয়েলমি কোম্পানি গত 29 জুলাইয়ে Realme Narzo N61 লঞ্চ করেছে। এই ফোনটি প্রথম সেল আগামীকাল লাইভ হবে। ফোনটি গ্রেড ফ্রিডম সেলে 7000 টাকার কম দামে কেনা যাবে।

আরও পড়ুন: Price Cut: 5000 টাকার সস্তায় বিক্রি হচ্ছে 6000mAh ব্যাটারি সহ Samsung ফোন, নতুন দাম কত জানুন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :