অনলাইন শপিং সাইট Amazon সাইটে আজ 6 অগাস্ট রাত 12টা থেকে শুরু হয়েছে Great Freedom Festival সেল। গ্রেট ফ্রিডম সেল 6 অগাস্ট রাত 12টা থেকে Amazon Prime Member দের জন্য শুরু হয়েছে। আর ঠিক তার 12 ঘন্টা পর যার মানে 6 অগাস্ট দুপুর 12টা থেকে নন-প্রাইম মেম্বরদের জন্য এই সেল শুরু হবে। অ্যামাজন সেলে বিভিন্ন প্রোডাক্ট দুর্দান্ত ছাড় দিচ্ছে কোম্পানি। আপনি যদি দুর্দান্ত ডিলের সাথে OnePlus Smartphone কেনার কথা ভাবছেন তবে এই খবর আপনার জন্য।
গ্রেট ফ্রিডম সেল চলাকালীন গ্রাহকদের SBI ক্রেডিট কার্ড এবং EMI পেমেন্টে 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে।
আরও পড়ুন: Price Drop: 8 জিবি RAM সহ Realme বাজেট ফোনে 3000 টাকা সোজা ছাড়, মাত্র 8999 টাকায় কেনার সুযোগ
ওয়ানপ্লাস কোম্পানির লেটেস্ট ওয়ানপ্লাস 12 ফোনের বেস মডেল 12 জিবি RAM এবং 256 জিবি স্টোরেজ সহ আসে। অ্যামাজন সেলে এই ফোনটি 64,999 টাকার বদলে 59,999 টাকায় বিক্রি হচ্ছে। ফোনটি SBI কার্ড পেমেন্টে 6000 টাকার অতিরিক্ত ছাড়ে কেনা যাবে। এছাড়া থাকছে এক্সচেঞ্জ অফারও।
সম্প্রতি লঞ্চ হওয়া ওয়ানপ্লাস নর্ড 4 5জি ফোনটিও সেলে সস্তায় কেনা যাবে। সেল চলাকালীন 29,999 টাকার বদলে এই ফোনটি 28,999 টাকায় কেনা যাবে। যার মানে এই ফোনে 1000 টাকার ছাড় অফার করা হচ্ছে। কোম্পানি SBI ক্রেডিট কার্ড পেমেন্টে 1000 টাকার ছাড় দিচ্ছে। এই দামে ফোনের 8GB+128GB স্টোরেজ কেনা যাবে।
অ্যামাজন সেল চলাকালীন ওয়ানপ্লাস 12আর ফোনটিও অফারের সাথে বিক্রি হবে। এই ফোনের 8GB এবং 128GB স্টোরেজ মডলেটি 39,998 টাকায় কেনা যাবে। এই ডিভাইসে 35,150 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার ফোনের অবস্থার উপর নির্ভর করবে।
মিড-রেঞ্জ সেগামেন্টে নতুন ফোন কেনার কথা ভাবছেন, তবে নর্ড সিই4 একটি ভাল বিকল্প হতে পারে। ফোনের বেস মডেলটি 8GB+128GB স্টোরেজ সহ আসে। বেস মডেলটি 24,999 টাকা কিনতে পারবেন গ্রাহকরা। তবে এই ফোনে 2000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।