Amazon Great Freedom Festival Sale চলছে Amazon -এ। এই E-commerce সাইটের সেলটি 8 অগাস্ট পর্যন্ত চলবে। যাঁরা SBI -এর গ্রাহক তাঁরা এই সেলে অতিরিক্ত 10% ছাড় পাবেন কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে। EMI লেনদেন করার সুযোগও থাকছে।
এই সেলে একাধিক প্রোডাক্টের উপর পাওয়া যাচ্ছে বাম্পার ছাড়। বাদ যাচ্ছে না বাজেট ফোন। 10,000 টাকার মধ্যে যাঁরা স্মার্টফোন চান তাঁরা এখন আরও কম দামে এই ফোন কিনতে পারবেন। দেখুন Amazon Great Freedom Festival Sale -এ কোন ফোনে কত ছাড় আছে।
18% ছাড় রয়েছে Realme -এর এই ফোনে, এটি এখন মাত্র 8,999 টাকায় কেনা যাবে। এটির আসল দাম 10,999 টাকা। 30W ফাস্ট চার্জিং -এর সাপোর্ট যুক্ত 5000mAh ব্যাটারি সহ এই ফোনে 6.74 ইঞ্চির একটি বড় ডিসপ্লে রয়েছে। 90 Hz রিফ্রেশ রেট পাবেন এখানে।
50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা পাবেন গ্রাহকরা এই ফোনে। ডিল দেখুন।
এই ফোনটির 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের আসল দাম 14,999 টাকা হলেও এখন Amazon সেল থেকে মাত্র 9,649 টাকায় কেনা যাবে। অর্থাৎ 35% ছাড় আছে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 5 এবং 2 মেগাপিক্সেলের আরও দুটো ক্যামেরা আছে এখানে।
Samsung Galaxy M13 -এর ফ্রন্ট ক্যামেরায় আছে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর। ডিল দেখুন।
এই ফোনটি একবার চার্জ দিলে তিনদিন চলতে পারে। এখানে 5050mah ব্যাটারি আছে। Nokia G11 এখন 6,799 টাকায় কেনা যাবে।
এখানে 90 Hz রিফ্রেশ রেট সহ 6.5 ইঞ্চির একটি ডিসপ্লে রয়েছে যেখানে Unisoc T606 প্রসেসর পেয়ে যাবেন। ডিল দেখুন।
22% ছাড় আছে Itel S23-তে। 10,999 টাকার বদলে এটি এখন মাত্র 8,499 টাকায় কেনা যাচ্ছে। 5000mah ব্যাটারি পাওয়া যাবে এই ফোনে।
6.6 ইঞ্চির একটি HD ডিসপ্লে সহ 90 Hz রিফ্রেশ রেট পাবেন এই ফোনে। 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ আছে Itel -এর ফোনে। ডিল দেখুন।
MediaTek Helio P37 প্রসেসরের সাহায্যে চলা এই ফোনটির উপর এখন 38% ছাড় আছে। 7,099 টাকায় কেনা যাচ্ছে Tecno -এর এই ফোন, যেখানে এটির আসল দাম 11,499 টাকা।
এই ফোনে গ্রাহকরা পাবেন 6.6 ইঞ্চির একটি HD+ ডিসপ্লে যেখানে 90 Hz রিফ্রেশ রেট থাকবে। অ্যান্ড্রয়েড 12 আছে এই ফোনে সফটওয়ার হিসেবে। ডিল দেখুন।
10,999 টাকার ফোনে রয়েছে 18% ছাড়। তাই Lava -এর এই ফোন এখন মাত্র 8,999 টাকায় কেনা যাবে। 5000mah ব্যাটারি আছে এই ফোনে।
Unisoc T616 প্রসেসরের সাহায্যে চলা এই ফোনটিতে 6.5 ইঞ্চির একটি ডিসপ্লে পাবেন। ডিল দেখুন।