Amazon Great Freedom Festival Sale 2023 আজ থেকেই শুরু হয় গেল। এই সেলে আজ কেবল প্রাইম মেম্বারদের জন্য থাকবে ধামাকেদার অফার। আগামীকাল অর্থাৎ 4 অগাস্ট থেকে সবার জন্য এই সেল শুরু হবে। এটা চলবে 8 অগাস্ট পর্যন্ত।
3 অগাস্ট দুপুর 12টা থেকে অর্থাৎ এমনই সেলের 12 ঘণ্টা আগে থেকেই প্রাইম মেম্বারদের জন্য এই সেল শুরু হল। SBI -এর ক্রেডিট কার্ড ব্যবহার করে যাঁরা কেনাকাটা করবেন বা EMI লেনদেন করবেন তাঁরা এই সেলে অতিরিক্ত 10% ছাড় পাবেন। টিভি, ল্যাপটপ, স্মার্টফোন, ঘর সাজানোর জিনিস, ইলেকট্রনিক্সের উপর থাকবে বিপুল ছাড়।
এই ফোনটি গত বছর লঞ্চ করেছিল। এটি এই সেল থেকে 10,999 টাকায় কেনা যাবে, Samsung Galaxy M13 এর আসল দাম যদিও 14,999 টাকা। এর সঙ্গে যদি এক্সচেঞ্জ অফার জুড়ে নেন তাহলে আরও সস্তা হয়ে যাবে এই ফোন। এখানে 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ পাবেন।
6000mAh ব্যাটারি আছে যার সাহায্যে এক চার্জে দীর্ঘক্ষণ কাজ করা যাবে। এছাড়া আছে ট্রিপল রিয়ার ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় 50 মেগাপিক্সেলের সেন্সর আছে, সঙ্গে 5 এবং 2 মেগাপিক্সেলের আরও দুটো সেন্সর পাওয়া যাবে এখানে দারুন ফটোগ্রাফির জন্য।
MediaTek Dimensity 700 প্রসেসরের সাহায্যে চলা এই Samsung Galaxy M13 এ পাবেন স্মুদ পারফরমেন্স। ডিল দেখুন এখানে
এই ফোনটি কিছুদিন আগেই 28,999 টাকায় লঞ্চ করেছে। এটি এই সেল থেকে মাত্র 24,499 টাকায় কেনা যাবে। 6.72 ইঞ্চির একটি Full HD+ ডিসপ্লে আছে Oppo F23 5G ফোনে।
স্টোরেজের চিন্তা করতে হবে না Oppo F23 5G -তে, কারণ এখানে 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ আছে। 67W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000mAh ব্যাটারিও একটি পেয়ে যাবেন রোজকার কাজের জন্য। Snapdragon 695 5 প্রসেসরের সাহায্যে চলা Oppo F23 5G ফোনে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা আছে। ডিল দেখুন এখানে
এই ফোনটি তো সবে গত মাসে লঞ্চ করল। এটিরও দাম কমেছে সেলে, 33,999 টাকার বদলে এটি এখন 32,999 টাকায় কেনা যাবে। OnePlus Nord 3 পরিচালিত হয় MediaTek Dimensity 9000 প্রসেসরের সাহায্যে।
8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত OnePlus Nord 3 ফোনে আছে অ্যান্ড্রয়েড 13 -এর সাপোর্ট। 6.74 ইঞ্চির একটি বড় ডিসপ্লে পাবেন এই ফোনে। সঙ্গে প্রাইমারি ক্যামেরায় 50 মেগাপিক্সেলের একটি Sony IMX 890 সেন্সর আছে। ডিল দেখুন এখানে
MediaTek Dimensity 7050 প্রসেসর যুক্ত এই ফোনটির আসল দাম 26,999 টাকা। কিন্তু এখন এটি 23,999 টাকায় কেনা যাবে। 5000mah ব্যাটারি আছে এখানে।
8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ আছে যেহেতু এখানে সেহেতু এই ফোনে যে স্টোরেজের অভাব হবে না সেটা স্পষ্ট। 100 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা আছে এখানে যার সাহায্যে দারুন ছবি তোলা সম্ভব হবে। ডিল দেখুন এখানে
আরও পড়ুন: Tecno Pova 5 Pro Launched: MediaTek প্রসেসর নিয়ে লঞ্চ করল টেকনোর নতুন ফোন, দাম সহ ফিচার দেখুন ঝটপট
এটা মাত্র এক সপ্তাহ আগেই লঞ্চ করল। সদ্য লঞ্চ হওয়া এই ফোনটি সেলে বিপুল সস্তায় কেনা যাবে। এটির 12 GB RAM এবং 512 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম 1,69,999 টাকা হলেও এই সেলে এটি মাত্র 1,64,999 টাকায় কেনা যাবে।
Samsung Galaxy Z Fold 5 5G ফোনটিতে 7.6 ইঞ্চির একটি AMOLED 2X ডিসপ্লে আছে। এটি চলে Snapdragon 8 Gen 2 প্রসেসরের সাহায্যে। ডিল দেখুন এখানে