Amazon Great Freedom Festival Sale: বাজেট ফোন এবার পকেট ফ্রেন্ডলি দামে! 15,000 টাকার মধ্যে ডিভাইসে তুমুল ছাড় অ্যামাজন সেলে

Updated on 04-Aug-2023
HIGHLIGHTS

Amazon Great Freedom Festival Sale শুরু হল

এই সেল চলবে 8 অগাস্ট পর্যন্ত

Redmi 12 সহ একাধিক ফোনে পাবেন তুমুল ছাড়

Amazon Great Freedom Festival Sale 2023 শুরু হয়ে গেল। আগামী 8 অগাস্ট পর্যন্ত চলবে এই সেল। স্মার্টফোন থেকে টিভি, ফ্রিজ, সহ অন্যান্য ইলেকট্রনিক্স এবং ঘর সাজানোর জিনিসের উপর রয়েছে বাম্পার ছাড়। 

SBI ব্যাংকের কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে পাবেন 10% ছাড়। আপনি যদি এই সময় 15,000 টাকার মধ্যে স্মার্টফোন কিনতে চান তাহলে সেগুলো আরও সস্তায় কিনতে পারবেন। দেখুন কোন ফোনে কত ছাড় আছে। 

Redmi 12 5G

Redmi 12 5G ফোনটি সদ্যই লঞ্চ করেছে। এটির উপরেও এখন তুমুল ছাড় আছে। এই ফোনটি পরিচালিত হয় Snapdragon 4 Gen 2 প্রসেসরের সাহায্যে। এখানে 6.79 ইঞ্চির একটি ডিসপ্লে আছে যেখানে 90 Hz রিফ্রেশ রেট পাবেন। 

এই ফোনটির 4GB+128GB মডেলের আসল দাম 15,999 টাকা হলেও এটা এখন কেনা যাবে 11,999 টাকায়। অন্যদিকে 6GB+128GB মডেল এবং 8GB+256GB মডেল কিনতে যথাক্রমে খরচ হবে 13,499 এবং 15,499 টাকা। কিন্তু Redmi 12 -এর এই দুই মডেলের আসল দাম হল 17,999 এবং 19,999 টাকা। 

SBI -এর কার্ড দিয়ে লেনদেন করলে পেয়ে যাবেন 1,000 টাকার ছাড়। ডিল দেখুন এখানে। 

আরও পড়ুন: Amazon Great Freedom Festival Sale 2023: প্রাইম মেম্বারদের জন্য 12 ঘণ্টা আগেই শুরু অ্যামাজন সেল, কোন ফোনে পাবেন কত ছাড়?

Realme Narzo N55

এই ফোনটির 4GB+64GB মডেলের আসল দান 12,999 টাকা। কিন্তু Amazon সেলে এই ফোন মাত্র 10,999 টাকায় কেনা যাবে। অন্যদিকে 6G8+128GB মডেলের দাম 14,999 টাকার বদলে এখন পড়বে 12,999 টাকা। 

এই ফোনে 6.72 ইঞ্চির একটি বড় ডিসপ্লে আছে যেখানে 2400X1080 পিক্সেলের রেজোলিউশন পাওয়া যাবে। 64 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সহ 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে দুর্দান্ত ফটোগ্রাফির জন্য। ডিল দেখুন এখানে। 

Lava Blaze 5G

এই ফোনটি চলে MediaTek Dimensity 700 প্রসেসরের সাহায্যে। এখানে 90 Hz রিফ্রেশ রেট সহ 6.5 ইঞ্চির একটি মাঝারি সাইজের স্ক্রিন আছে। Lava -এর এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 12 আছে। 

এই ফোনের উপর Amazon সেলে পাওয়া যাচ্ছে তুমুল ছাড়। এটির 4 GB RAM মডেলের দাম পড়বে 10,499 টাকা যেখানে এটির আসল দাম 14,990 টাকা। অন্যদিকে 16,349 টাকার বদলে স্রেফ 11,999 টাকায় কেনা যাবে Lava Blaze 5G -এর 6 GB RAM মডেল। ডিল দেখুন এখানে। 

Redmi Note 11S

এই ফোনটির আসল দাম 19,999 টাকা, কিন্তু এই ফোন এখন 12,999 টাকাতেই কেনা যাবে। সঙ্গে SBI -এর কার্ড আছে যাঁদের তাঁরা আবার অতিরিক্ত 1,000 টাকা ছাড় পাবেন এই 108 মেগাপিক্সেল ক্যামেরা যুক্ত ফোনে। 

MediaTek Helio G96 প্রসেসরের সাহায্যে চলে এই ফোন। স্মুদ পারফরমেন্স পাওয়া যায় এখানে। 6 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ আছে।

আরও পড়ুন: OnePlus Ace 2 Pro Launch Timeline: Realme GT 5-কে টক্কর দিতে আসছে ওয়ানপ্লাসের নতুন ফোন, লঞ্চ করছে কবে?

6.43 ইঞ্চির একটি মাঝারি সাইজের AMOLED ডিসপ্লে পেয়ে যাবেন Redmi Note 11S -এ। ডিল দেখুন এখানে। 

Tecno Spark 10 5G

এই ফোনটিতে MediaTek Dimensity 6020 প্রসেসর সহ 16GB RAM আছে যার মধ্যে 8 GB ভার্চুয়াল RAM। 90 HZ রিফ্রেশ রেট সহ 6.6 ইঞ্চির একটি HD+ ডিসপ্লে পাবেন Tecno -এর এই ফোনে। 

এই ফোনটির আসল দাম 16,999 টাকা হলেও Amazon সেলে এই ফোনটি 14,999 টাকার বিনিময়ে কেনা যাবে। তিনটি রঙে কিনতে পারবেন এই ফোন, মেটা ব্ল্যাক, মেটা ব্লু, মেটা হোয়াইট। ডিল দেখুন এখানে। 

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.

Connect On :