Amazon GIF Finale Days Sale: জলের দরে কিনুন বাজেট ফোন, দাম মাত্র 5,299 টাকা থেকে শুরু

Updated on 01-Nov-2023
HIGHLIGHTS

অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ফিনালে ডেজ (Amazon Great Indian Festival Finale Days) শুরু হয়ে গিয়েছে

সেল চলাকালীন Budget Smartphones আরও সস্তায় বিক্রি হচ্ছে

ICICI Bank, Bank of Baroda, IDFC First Bank এবং Onecard ব্যাঙ্ক ক্রেডিট, ডেবিট কার্ড এবং EMI পেমেন্টে 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে

উৎসবের মরশুমে আপনি কি নতুন স্মার্টফোন কিনতে চাইছেন, তবে এটাই সুযোগ। আসলে আমাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ফিনালে ডেজ (Amazon Great Indian Festival Finale Days) শুরু হয়ে গিয়েছে। সেল চলাকালীন Budget Smartphones আরও সস্তায় বিক্রি হচ্ছে।

Amazon GIF 2023 Sale চলাকালীন বিভিন্ন কোম্পানির স্মার্টফোনে প্রচুর ছাড় অফার করা হচ্ছে। এছাড়া, ICICI Bank, Bank of Baroda, IDFC First Bank এবং Onecard ব্যাঙ্ক ক্রেডিট, ডেবিট কার্ড এবং EMI পেমেন্টে 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। আসুন জেনে নিই কোন স্মার্টফোনে কত ছাড় পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন: Upcoming Samsung 5G Smartphone: ট্রিপল রিয়ার ক্যামেরা সহ আসবে স্যামসাং গ্যালাক্সি A15 ফোন, জানুন কত হবে দাম

রেডমির এই বাজেট ফোনটি অ্যামাজন সেলে মাত্র 5,299 টাকায় বিক্রি করা হচ্ছে। তবে এই ফোনের আসল দাম 9,999 টাকা।

Redmi A2

ফোনের ফিচারের কথা বললে, এতে 6.52-ইঞ্চি HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 120Hz টাচ স্যাম্পলিং রেটে কাজ করবে। প্রসেসর হিসেবে ফোনটি মিডিয়াটেক হেলিও G36 অক্টাকোর সাপোর্ট করে। ফোনে 8 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়া। ফোনটি 5000mAh ব্যাটারিতে কাজ করে।

Redmi A2 কিনতে এখানে ক্লিক করুন

রিয়েলমি নারজো এন53 ফোনটি এই সেলে 7,999 টাকার সাথে লিস্ট করা রয়েছে। তবে এই ফোনে 200 টাকার কুপনও অফার করা হচ্ছে, যার পরে এটি মাত্র 7,799 টাকায় কেনা যাবে।

ফিচারের কথা বললে, এতে 6.74-ইঞ্চি FHD ডিসপ্লে রয়েছে, যা 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনে 50 মেগাপিক্সেল AI সেন্সর এবং 8 মেগাপিক্সেলে সেলফি সেন্সর, ইউনিসোক T612 প্রসেসর সহ 5000mAh ব্যাটারি রয়েছে।

Realme Narzo N53 কিনতে এখানে ক্লিক করুন

Amazon GIF 2023 সেলে রেডমি 12C ফোনটি অর্ধেকেরও কম অর্থাৎ 51 শতাংশ ছাড়ে বিক্রি করা হচ্ছে। ছাড়ের পর ফোনটি 6,799 টাকায় বিক্রি করা হচ্ছে।

Redmi 12C

আরও পড়ুন: Jio vs Airtel: 250 টাকার কম দামে ডেটা এবং আনলিমিটেড কল, কোন Prepaid Plans-এ বেশি সুবিধা?

Redmi 12C একটি জনপ্রিয় বাজেট স্মার্টফোন। ফিচারের কথা বললে, এতে 6.7-ইঞ্চি HD+ ডিসপ্লে, 4+64 স্টোরেজ, MediaTek Helio G85 প্রসেসর, 50MP AI ডুয়াল ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি রয়েছে।

Redmi 12C কিনতে এখানে ক্লিক করুন

এই স্যামসাং ফোনটি অ্যামাজন সেলেও আকর্ষণীয় ছাড়ে পাওয়া যাচ্ছে। ফোনটি 44 শতাংশ ছাড়ের সাথে মাত্র 7,499 টাকায় বিক্রি করা হচ্ছে।

ফিচার হিসেবে, ফোনে 8GB পর্যন্ত ভার্চুয়াল RAM, মিডিয়াটেক হেলিও P35 অক্টাকোর প্রসেসর, 5000mAh ব্যাটারি এবং 13 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা দেওয়া হয়েছে।

Samsung Galaxy M04 কিনতে এখানে ক্লিক করুন

এই ফোনটি 39 শতাংশ ছাড়ের সাথে 9,199 টাকায় বিক্রি হচ্ছে। তবে ফোনের আসল দাম 14,999 টাকা হচ্ছে।

Samsung Galaxy M13

ফিচারের কথা বললে, ফোনটি দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের জন্য বেশ জনপ্রিয়। ফোনে 6.6 ইঞ্চি FullHD+ ডিসপ্লে, 50-মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা এবং ফ্রন্টে 8-মেগাপিক্সেল সেলফি সেন্সর, 6000mAh ব্যাটারি এবং Exynos 850 চিপসেটে এর মতো ফিচার রয়েছে।

Samsung Galaxy M13 কিনতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন: Jio-এর বেস্ট ভ্যালু প্রিপেইড প্ল্যান, 155 টাকা থেকে শুরু দাম, রয়েছে 336 দিন পর্যন্ত ভ্যালিডিটি

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :