50MP ক্যামেরা সহ Lava Agni 2 5G ফোনে 7 হাজার টাকার দেদার ছাড়, Amazon Sale-এ বাম্পার লুঠ

Updated on 03-Nov-2023
HIGHLIGHTS

অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের ফিনালে ডেজ (Amazon GIF 2023 Sale Finale Days) চলছে

অ্যামাজনে সেলে Lava Agni 2 5G ফোনটি 7,000 টাকার ফ্ল্যাট ডিসকাউন্টে কেনা যাবে

লাভা ফোনের 8GB RAM এবং 256GB স্টোরেজ মডেলের দাম 25,999 টাকা রাখা হয়েছে

Lava Agni 2 5G Amazon Deal: ই-কমার্স ওয়েবসাইট অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের ফিনালে ডেজ (Amazon GIF 2023 Sale Finale Days) চলছে। আপনি যদি এই সময় নতুন ফোন কিনতে চান, তবে এটাই সুযোগ। অ্যামাজনে সেলে Lava Agni 2 5G ফোনটি 7,000 টাকার ফ্ল্যাট ডিসকাউন্টে কেনা যাবে।

আপনি এই ফোনটি EMI অফারে কিনতে পারেন। এছাড়া ফোনে এক্সচেঞ্জ অফারও দেওয়া হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক লাভা অগ্নি 2 5G ফোনটি কত দামে এবং কী অফারে কেনা যাবে।

আরও পড়ুন: Lava Blaze 2 5G vs Redmi 12 5G: 10,000 টাকার কম দামের নতুন লাভা ফোনকি চিনা রেডমি ফোনকে দিতে পারবে টেক্কা?

Lava Agni 2 5G দাম এবং অফার:

লাভা ফোনের 8GB RAM এবং 256GB স্টোরেজ মডেলের দাম 25,999 টাকা রাখা হয়েছে। তবে এতে 7000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট সহ এটি মাত্র 18,999 টাকায় কেনা যাবে।

Lava Agni 2 5G দাম এবং অফার

আপনি এই ফোনটি প্রতিটি মাসের 921 টাকার খরচে EMI অপশনে কিনতে পারবেন। Lava Agni 2 5G ফোনটি কিনতে এখানে ক্লিক করুন

এছাড়া আপনার কাছে যদি কোনো পুরানো ফোন থাকে, তবে সেটি এক্সচেঞ্জ করে নতুন ফোনে অতিরিক্ত ছাড় পেতে পারবেন। এই ফোনে 17,950 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পাওয়া যাবে।

ব্যাঙ্ক অফারের কথা বলতে গেলে, ICICI, IDFC, OneCard, Bank of Baroda-এর কার্ডে 10 শতাংশ ইনস্ট্যান্ট ছাড় দেওয়া হবে।

আরও পড়ুন: BSNL Diwali Offer 2023: দীপাবলির ধামাকা অফার, বিনামূল্যে 3GB হাই-স্পিড ডেটা

Lava Agni 2 5G স্পেসিফিকেশন:

লাভা ফোনে 6.78 ইঞ্চি FHD+ কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট 120​​Hz দেওয়া। এই ফোন অক্টা-কোর মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 প্রসেসর রয়েছে।

লেটেস্ট ফোনটি 8GB RAM এবং 256GB স্টোরেজ দেওয়া হয়েছে।

এতে 4700mAh ব্যাটারি রয়েছে যা সুপারফাস্ট 66W চার্জিং সাপোর্ট করে।

ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা রয়েছে। এর মেইন সেন্সর 50 মেগাপিক্সেলের, একটি 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর এবং একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং একটি 2-মেগাপিক্সেল ডেপথ সেন্সর। সেলফি তোলার জন্য ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট সেন্সর রয়েছে।

ফোনটি Android 13 অপারেটিং সিস্টামে কাজ করে। এতে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আনলক ফিচার।

আরও পড়ুন: 4000 টাকার ছাড় এবং ফ্রি Earbuds পাওয়া যাচ্ছে Oneplus 5G ফোনে, জেনে নিন কোথায় পাবেন এই অফার

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :