iPhone 12 এর উপর দারুন ছাড়! Amazon থেকে 40 হাজারেই কিনুন 65 হাজার টাকার ফোন

iPhone 12 এর উপর দারুন ছাড়! Amazon থেকে 40 হাজারেই কিনুন 65 হাজার টাকার ফোন
HIGHLIGHTS

অ্যামাজনের তরফে ঘোষণা করা হল দারুন ছাড়

আইফোন 12 এখন কেনা যাবে 40 হাজার টাকাতেই

এই ফোনের উপর রয়েছে 15 হাজার বেশি টাকার ছাড়

iPhone কেনার পরিকল্পনা আছে আপনার? দামের জন্য কিনতে পারছেন না? এবার আর অপেক্ষা নয়, সোজাসুজি কিনা ফেলুন iPhone 12। Amazon এর তরফে আনা হয়েছে দারুন ডিল। আইফোন 12 কিনলেই মিলছে 15 হাজার টাকার বেশি ছাড়। সঙ্গে রয়েছে দারুন এক্সচেঞ্জ অফার। এছাড়া No Cost EMI transaction এর অপশন তো আছেই যেখানে মাসিক 2389টাকার কিস্তিতে কিনতে পারবেন এই ফোন। এই ফোনের উপর কী ডিল পাবেন দেখুন।

Apple iPhone 12 64GB Purple

এই ফোনটির আসল দাম হল 65,900 টাকা। কিন্তু অ্যামাজনে আপনি এখন এই ফোনটি পেয়ে যাবেন মাত্র 49,999 টাকায়। 24% ছাড় রয়েছে ফোনটির উপর। এছাড়া আছে 12,000 টাকার এক্সচেঞ্জ অফার। এতে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ, যার দুটি ক্যামেরাতেই আছে 12 মেগাপিক্সেলের সেন্সর।

Apple iPhone 12 128GB Blue

এই ফোনটির দাম 69,900 টাকা কিন্তু এখন এই ফোনের উপর আছে 21% ছাড়, অর্থাৎ আপনি এই ফোনটি এখন পাবেন 60,900 টাকায়। সঙ্গে রয়েছে 12,400 টাকার এক্সচেঞ্জ অফার।

Apple iPhone 12 Mini 128GB

এই ফোনটির আসল দাম হল 64,900 কিন্তু এখন এর উপর আছে 8% ছাড়, তাই আপনি ফোনটি কিনতে পারবেন 59,490 টাকা। আইফোন 12 এর সমস্ত ফিচার এতে পাবেন কেবল সাইজটি ছোট, 5.4 ইঞ্চি।

New Apple iPhone 12 Mini 128GB Black with Airpods

এই ফোনটির সঙ্গে এই এয়ারপড কম্বো পাওয়া যাচ্ছে। এই সেটটির দাম 79,000 টাকা। তবে এটার উপর রয়েছে 8% ছাড়, তাই আপনি এখন এটি মাত্র 71,998 টাকায় কিনতে পারবেন। এটার সঙ্গে Airpods চার্জিং কেস পাওয়া যাচ্ছে।

iphone 12

Apple iOS 16

গত সপ্তাহেই লঞ্চ হয়েছে অ্যাপেলের iPhone 14 সিরিজের 4টি ফোন। এতে রয়েছে iPhone 14, iPhone 14 Max, iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max। এটি অ্যাপেলের লেটেস্ট অপারেটিং সিস্টেম ios 16 এর সাহায্যে চলবে। অন্যদিকে অ্যাপেলের পুরনো মডেলে এই iOS 16 এর আপডেট দেওয়া শুরু হয়ে গিয়েছে।

iOS 16 এর ফিচার

আইফোনের ব্যবহারকারীরা তাঁদের গ্যালারি থেকে ছবি বেছে সেটাকে লক স্ক্রিনের জন্য ব্যবহার করতে পারবেন। এছাড়া এই আপডেটের পর widgetsগুলোতে স্ক্রিনে ওয়েদার, সময়, দিন, ব্যাটারি, তারিখ ইত্যাদি রাখা যাবে। এছাড়াও তাঁরা তাঁদের প্রিয় ইমোজির উপর ভিত্তি করে একটা প্যাটার্ন দেওয়া লক স্ক্রিন তৈরি করতে পারবেন। এছাড়াও কোনও মেসেজ করার 15 মিনিটের modhy সেটা ডিলিট বা এডিট করা যেতে পারে।

Digit.in
Logo
Digit.in
Logo