digit zero1 awards

Amazon-এ বাম্পার অফার! 7 হাজারের কমে কিনুন Xiaomi এর সবচেয়ে পাতলা 5G Phone, মিলবে 26 হাজার টাকার ছাড়

Amazon-এ বাম্পার অফার! 7 হাজারের কমে কিনুন Xiaomi এর সবচেয়ে পাতলা 5G Phone, মিলবে 26 হাজার টাকার ছাড়
HIGHLIGHTS

Amazon-এ কাউন্টডাউন ডিল সেল (Countdown Deals Sale) লাইভ রয়েছে

Xiaomi 11 Lite NE 5G 6GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের লঞ্চিং দাম 33,999 টাকা

34 হাজারের Xiaomi 11 Lite NE 5G ফোন পাওয়া যাবে 7 হাজারের কম দামে

Amazon-এ কাউন্টডাউন ডিল সেল (Countdown Deals Sale) লাইভ রয়েছে। এই সেলে স্মার্টফোন, স্মার্ট টিভি, কুলার, এসি, ফ্রিজের মতো ইলেকট্রনিক প্রোডাক্টে দুর্দান্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আপনি যদি নতুন 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে আজ দারুন সুযোগ। Xiaomi গত বছর ভারতে তার সবচেয়ে পাতলা এবং সবচেয়ে হালকা 5G স্মার্টফোন (Xiaomi 11 Lite NE 5G) লঞ্চ করেছে। এই ফোনটি Amazon-এ সস্তায় কেনা যাবে। 34 হাজারের এই ফোন পাওয়া যাবে 7 হাজারের কম দামে। চলুন বলি কিভাবে…

Amazon Countdown Deals: Xiaomi 11 Lite NE 5G Offers And Discounts

Xiaomi 11 Lite NE 5G 6GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের লঞ্চিং দাম 33,999 টাকা। কিন্তু ফোনটি Amazon-এ 24,999 টাকায় পাওয়া যাচ্ছে। ফোনে 9 হাজার টাকা ছাড় দেওয়া হচ্ছে। এছাড়াও 500 টাকার কুপনও পাওয়া যাচ্ছে। আবেদন করলেই ফোনে 500 টাকা কমে যাবে। অর্থাৎ দাম হবে 24,499 টাকা। এর পরেও রয়েছে ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফার।

Xiaomi 11 lite NE 5G Offers

Amazon Countdown Deals: Xiaomi 11 Lite NE 5G Bank Offer

আপনি যদি Xiaomi 11 Lite NE 5G কিনতে ICICI ব্যাঙ্কের ডেবিট কার্ড ব্যবহার করেন, তবে আপনি 2,500 টাকার ইনস্ট্যান্ট ছাড় পাবেন৷ এর পর ফোনের দাম হবে 21,999 টাকা। এর পরে একটি এক্সচেঞ্জ অফারও রয়েছে, যার কারণে ফোনের দাম অনেকটা কমে যাবে।

Amazon Countdown Deals: Xiaomi 11 Lite NE 5G Exchange Offer

Xiaomi 11 Lite NE 5G ফোনে 15,150 টাকার এক্সচেঞ্জ অফার রয়েছে। আপনি যদি আপনার পুরনো স্মার্টফোনটি এক্সচেঞ্জ করেন তবে আপনি এত ছাড় পেতে পারেন। কিন্তু 15,150 টাকা ছাড় শুধুমাত্র তখনই পাওয়া যাবে যদি আপনার পুরানো ফোনের অবস্থা ভাল হয় এবং মডেলটি লেটেস্ট হয়। আপনি যদি পুরোপুরি ছাড় পান তবে ফোনের দাম হবে 6,849 টাকা।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo