Amazon -এ হাজির ফের একটি নতুন ফাটাফাটি সেল। এই সেলটির নাম Amazon Blockbuster Value Days। আগামী 24 মে পর্যন্ত চলবে এই সেল।
এই সময়ের মধ্যে দেখুন কোন কোন ফোনে কত কী ছাড় পাবেন। Samsung, Realme, Redmi -এর ফোনে আছে বাম্পার অফার!
এই ফোনটি গ্রাহকরা দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাবেন, 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ এবং 4 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনের দাম শুরু হচ্ছে 11,999 টাকা থেকে। কিন্তু এই সেলে 64 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল কেনা যাবে মাত্র 7,749 টাকায়।
অন্যদিকে 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম 13,499 টাকা হলেও এটি এখন মাত্র 8,749 টাকায় কেনা যাবে।
এই ফোনে আছে MediaTek Helio P35 প্রসেসর সহ PLS LCD ডিসপ্লে। এখানে আছে 15W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000 mAh ব্যাটারি। 15 মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা সহ ডুয়াল রিয়ার ক্যামেরা আছে এই ফোনে। ডিল দেখুন এখানে।
এই ফোনের আসল দাম 12,999 টাকা হলেও এটি এখন মাত্র 10,999 টাকায় কেনা যাচ্ছে।
আরও পড়ুন: লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল Moto Edge 40 ফোনের দাম, 23 মে ভারতে করবে এন্ট্রি
এই ফোনে আছে 33W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি, MediaTek Helio G88 প্রসেসর। এই ফোনে আছে IPS LCD ডিসপ্লে সহ 90 HZ রিফ্রেশ রেট। 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ডুয়াল রিয়ার ক্যামেরা আছে এই ফোনে। সেরা ডিল দেখুন এখানে।
এই ফোনের আসল দাম 13,999 টাকা। কিন্তু এই সেলে এই ফোন মাত্র 8,799 টাকায় কেনা যাচ্ছে।
এই ফোনে আছে MediaTek Helio G85 প্রসেসর সহ IPS LCD ডিসপ্লে। এখানে 720X1650 পিক্সেলের রেজোলিউশন পাওয়া যাবে।
এই ফোনে আছে 10W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000 mAh ব্যাটারি। ডুয়াল রিয়ার ক্যামেরা আছে এই ফোনে যেখানে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর আছে। ডিল দেখুন এখানে।
এই ফোনের আসল দাম 14,999 টাকা। কিন্তু এটা এখন মাত্র 9,699 টাকায় কিনতে পারবেন।
আরও পড়ুন: Realme Narzo N53 Vs Redmi 12C: কোনটি সেরা বাজেট ফোন হিসেবে?
এই ফোনে আছে Exynos 850 প্রসেসর সহ PLS LCD ডিসপ্লে। 15W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি আছে এই ফোনে। ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে এখানে, প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের সেন্সর। ডিল দেখুন এখানে।
এই ফোনের আসল দাম 8,999 টাকা হলেও এই সেলে এটি এখন মাত্র 5,699 টাকায় কেনা যাচ্ছে। এই ফোনে আছে MediaTek Helio A22 প্রসেসর সহ IPS LCD ডিসপ্লে।
এখানে 10W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি আছে। 8 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ডুয়াল রিয়ার ক্যামেরা আছে এখানে। ডিল দেখুন এখানে।