এমনিতে ফ্লিপকার্ট প্রায়ই কোন না কোন স্মার্টফোন বা অন্য কোন ডিভাইসের ওপর ভাল ডিস্কাউন্ট দেয়। তেব আজকে ফ্লিপকার্ট বেশ কিছু ভাল স্মার্টফোনের ওপর ভাল ডিস্কাউন্ট দিচ্ছে। আজকে এলজির এই ফোনটি ফ্লিপকার্টে 60% ডিস্কাউন্টের সঙ্গে কিনতে পাওয়া যাচ্ছে। আর এছাড়া আরও অনেক স্মার্টফোনের ওপর ফ্লিপকার্ট খুব ভাল ডিস্কাউন্ট দিচ্ছে। তবে আসুন দেখা যাক যে ফ্লিপকার্ট আজকে কোন কোন ডিভাইসের ওপর কেমন ডিস্কাউন্ট দিচ্ছে।
LG V20a (Titan, 64 GB) (4 GB RAM) আজকে এই এলজির স্মার্টফোনটি ফ্লিপকার্ট থেকে 60% ডিস্কাউন্টের সঙ্গে কিনতে পাওয়া যাচ্ছে। এই স্মার্টফোনটি আজকে এই ডিস্কাউন্টের পরে 22,990টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এই ফোনটির আসল দাম 60,000টাকা। 1,115টাকা থেকে এই ফোনটির মান্থলি ইন্সটলমেন্ট শুরু হচ্ছে। এই ফোনটিতে 16MP + 8MP ‘র ডুয়াল রেয়ার ক্যামেরা আর 5MP’র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।
Samsung Galaxy S7 (Gold Platinum, 32 GB) (4 GB RAM), এই স্যামসং ফোনটি আজকের এই ফ্লিপকার্ট ডিলে 29,990 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এই ফোনটি 2,500টাকার মান্থলি নো ক্সট ইন্সটলমেন্টে কিনতে পাওয়া যাচ্ছে। এই ফোনটিতে 12MP ‘র রেয়ার ক্যামেরা আর 5MP ‘র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।
Samsung Galaxy On Nxt (Gold, 64 GB) (3 GB RAM), এই স্যামসং ফোনটি আপনি আজকে 12,900টাকায় নিজের করতে পারবেন। এই ফোনটিতে 5.5 ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটির মান্থলি নো ক্সট ইন্সটলমেন্ট 2,150টাকায় শুরু হচ্ছে। এখান থেকে কিনুন।
Honor 9i (Graphite Black, 64 GB) (4 GB RAM), 17,999টাকায় গ্রাফাইট ব্ল্যাক কালারে এই হনারের স্মার্টফোনটি আপনি আজকে ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন। এই ফোনটিতে 16MP + 2MP ‘র ডুয়াল রেয়ার ক্যামেরা আর 13MP + 2MP’র ডুয়াল ফ্রন্ট ক্যামেরা সহ মোট চারটি ক্যামেরা আছে। এখান থেকে কিনুন।
Moto G5 Plus (Fine Gold, 32 GB) (4 GB RAM), আজকে এই মোটোরোলার ফোনটি আপনি ফ্লিপকার্ট থেকে 10,999 টাকায় নিজের করতে পারবেন। এই ফোনটিতে 5.2 ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে আর 12MP’র রেয়ার আর 5MP’র ফ্রন্ট ক্যামেরা আছে। এই ফোনটি 534টাকার মান্থলি ইন্সটলমেন্টে কিনতে পাওয়া যাচ্ছে। এখান থেকে কিনুন।
নোটঃ সাইটে ডিভাইসের দামে কিছু পরিবর্তন দেখা যেতে পারে, সাইটে ডিভাইসের দামের পরিবর্তন সেই সাইটের ব্যাক্তিরাই করে থাকেন।