One Plus5 স্মার্টফোনে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকতে পারে

One Plus5 স্মার্টফোনে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকতে পারে
HIGHLIGHTS

এই ডুয়াল ক্যামেরা সেটআপে দুটি ক্যামেরা একই মেগাপিক্সল কাউন্টের হবে

একটি আনলিস্টেড স্মার্টফোনকে ক্যামেরার স্যাম্পেল অনলাইনে লিক হয়েছে. তবে এই স্যাম্পেল থেকে ফোনের বিষয়ে কোন খবর পাওয়া যায়নি. EXIF ডাটা অনুসারে এই ছবিটি OnePlus 5 এর হওয়ার সম্ভাবনা আছে.

EXIF অনুসারে এই ছবিটি OnePlus A5000 মডেল নম্বরের ফোন থেকে নেওয়া হয়েছে. এই ছবিটি চিনের Shenzhen শহরে নেওয়া হয়েছে যেখানে OnePlus কোম্পানিটি অবস্থিত. true-tech ইমেজ অ্যানালেসিস অনুসারে OnePlus5 এ ডুয়াল ক্যামেরা সেটআপ থাকতে পারে.

আরো দেখুন: Jioর এই নতুন প্ল্যানটির বিষয়ে জানুন, অনেক বেশি 4G ডাটা পাওয়া যাচ্ছে

এই স্মার্টফোনে রেয়ার ডুয়াল ক্যামেরা সেটআপ থাকতে পারে. এও খবর পাওয়া গেছে যে এই ডুয়াল ক্যামেরা সেটআপে দুটি ক্যামেরায় সমান মেগাপিক্সাল কাউন্টের হবে. আপনাদের মনে করিয়ে দি যে OnePlus চিনের স্মার্টফোন তৈরির কোম্পানি.

এই কোম্পানির ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 3T ভারতে একটি অত্যন্ত জনপ্রিয় স্মার্টফোন. কোম্পানি ভারতে প্রমোট করার জন্য বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনকে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার বানিয়েছিল.

আরো দেখুন: Samsung এর AI অ্যাসিস্টেন্স Bixby এবার ভয়েস কমান্ড ফিচার সাপোর্ট করবে

আরো দেখুন: ZTE Axon 7s এ ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে

সোর্স:

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo