এই স্মার্টফোনটি বছরের তৃতীয় ভাগে লঞ্চ করা হতে পারে
HMD গ্লোবাল তাদের বহুপ্রতীক্ষিত স্মার্টফোন Nokia 7, Nokia 8 আর Nokia 9 লঞ্চ করার তোরজোর করছে। কোম্পানির এই তিনটি স্মার্টফোন বেঞ্চ মার্কিং ওয়েবসাইট Geekbench এ দেখা গেছে।
এই তিনটি স্মার্টফোনকে 'Unknown Heart' নামে ওয়েবসাইটে আনা হয়েছে। লিস্টিং অনুসারে Nokia 7 এ স্ন্যাপড্র্যাগন 630 থাকবে। এছাড়া এই ডিভাইসে 3GB র্যাম থাকবে।
এই ডিভাইসের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 7.11 নৌগাট হবে। সেখানে Nokia 8 এ ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এছাড়া এই ডিভাইসের বাকি ফিচার্স গুলি Nokia 7 এর মতনই হবে। Nokia 8 এ Quad HD ডিসপ্লে থাকবে। Nokia 9 এ 5.5 ইঞ্চির ফুল HD ডিসপ্লে থাকবে। এটি কোম্পানির প্রথম ডিভাইস হবে যাতে 'Nokia OZO Audio' সাপোর্ট করবে । এই ডিভাইসে 4GB/6GB র্যাম থাকবে। এই ডিভাইসে 22 মেগাপিক্সাল রেয়ার ক্যামেরা আর 12 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা থাকবে। এছাড়া এই ডিভাইসে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। এই স্মার্টফোনটিকে বছরের তৃতীয় ভাগে লঞ্চ করা হতে পারে।