Nokia 7, Nokia 8 আর Nokia 9 Geekbench এ দেখা গেছে
এই স্মার্টফোনটি বছরের তৃতীয় ভাগে লঞ্চ করা হতে পারে
HMD গ্লোবাল তাদের বহুপ্রতীক্ষিত স্মার্টফোন Nokia 7, Nokia 8 আর Nokia 9 লঞ্চ করার তোরজোর করছে। কোম্পানির এই তিনটি স্মার্টফোন বেঞ্চ মার্কিং ওয়েবসাইট Geekbench এ দেখা গেছে।
এই তিনটি স্মার্টফোনকে 'Unknown Heart' নামে ওয়েবসাইটে আনা হয়েছে। লিস্টিং অনুসারে Nokia 7 এ স্ন্যাপড্র্যাগন 630 থাকবে। এছাড়া এই ডিভাইসে 3GB র্যাম থাকবে।
আরও দেখুনঃ Samsung Galaxy Note 8 এর ছবি লিক হল
এই ডিভাইসের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 7.11 নৌগাট হবে। সেখানে Nokia 8 এ ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এছাড়া এই ডিভাইসের বাকি ফিচার্স গুলি Nokia 7 এর মতনই হবে। Nokia 8 এ Quad HD ডিসপ্লে থাকবে।
Nokia 9 এ 5.5 ইঞ্চির ফুল HD ডিসপ্লে থাকবে। এটি কোম্পানির প্রথম ডিভাইস হবে যাতে 'Nokia OZO Audio' সাপোর্ট করবে । এই ডিভাইসে 4GB/6GB র্যাম থাকবে।
এই ডিভাইসে 22 মেগাপিক্সাল রেয়ার ক্যামেরা আর 12 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা থাকবে। এছাড়া এই ডিভাইসে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। এই স্মার্টফোনটিকে বছরের তৃতীয় ভাগে লঞ্চ করা হতে পারে।
আরও দেখুনঃ Samsung Galaxy J7 (2017) চারটি কালার ভেরিয়েন্টে লঞ্চ হবে
আরও দেখুনঃ Nubia N1 lite Rs. 6,999 এ ভারতে লঞ্চ হল