Honor Note 9 এর ছবি হল লিক

Updated on 25-May-2017
HIGHLIGHTS

লিক ইমেজ থেকে জানা গেছে যে এই স্মার্টফোনটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ নিয়ে আসছে

হুয়াই এর সাব ব্র্যান্ড হনার নতুন স্মার্টফোন Honor Note 9 লঞ্চ করার জন্য তৈরি হচ্ছে. এই স্মার্টফোনের ছবি অনলাইনে লিক হয়েছে. লিক হওয়া ছবিতে এই স্মার্টফোনের ব্যাক প্যানেল দেখা গেছে. এই ডিভাইসের ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ আছে.

এই ডিভাইসের ডিজাইন কিছুটা অ্যাপেল স্মার্টফোনের মতন. এই ডিভাইসের ব্যাক প্যানেলে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও আছে. এর নিচে Honor ব্র্যান্ডিং আছে. মনে করা হচ্ছে যে এই ডিভাইসটি বেজলেস ডিজাইন যুক্ত হবে.   

আরো দেখুন: itel Wish A41 স্মার্টফোন 4G VoLTE এর সঙ্গে Rs.5,480 তে হল লঞ্চ

এছাড়া এই ডিভাইসে বড় ডিসপ্লে আছে. মনে করা হচ্ছে যে Honor Note 9 এ Kirin 960  প্রসেসার থাকবে আর Honor Note 8  র মতন এই স্মার্টফোনেও 2K ডিসপ্লে থাকবে.

তবে ফোনের লঞ্চিং, ডিজাইন আর স্পেসিফিকেশনের ব্যাপারে কোম্পানির তরফে কোন খবর দেওয়া হয়নি. Honor Note 8 তে 6.6 ইঞ্চি ডিসপ্লে আর 4GB র্যাম আছে.

আরো দেখুন: রিলায়েন্স জিও প্রাইম প্ল্যানে পাওয়া যাচ্ছে 120GB ফ্রি ডেটা

আরো দেখুন: নোকিয়া 7, নোকিয়া8 এর ডিজাইন হল লিক

সোর্স:

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :