Nokia 8 স্মার্টফোনে ব্যাক ডুয়াল লেন্স ক্যামেরা সেটআপ থাকবে

Updated on 09-Aug-2017
HIGHLIGHTS

16 আগস্ট ফোনটি লন্ডনে লঞ্চ হবে

HMD Global 16 আগস্ট লন্ডনে একটি অনুষ্ঠানে Nokia 8 লঞ্চ করবে। এর সঙ্গেও নোকিয়া Nokia 3310 এর 3G ভার্শানও লঞ্চ হতে পারে। Nokia 8 এর ব্যাক সাইডে ডুয়াল লেন্স ক্যামেরা সেটআপ থাকবে। রিপোর্ট অনুসারে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 প্রসেসারের সঙ্গে ক্যামেরা থাকবে যা Carl-Zeiss যুক্ত হবে। Nokia 8 স্টিল, কপার, গোল্ড আর ব্লু কালারে পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

তবে এখনও এই বিষয়ে খবরের সত্যতা জানা যায়নি যে Nokia 9 স্মার্টফোনটিও লঞ্চ করা হতে পারে। এটি এরকম প্রথম ফোন হবে যাতে 'Nokia OZO Audio' ফিচার থাকবে। এই ফোনটিতে 5.5 ইঞ্চির QHD OLED ডিসপ্লে, অ্যাড্রিনো 540 জিপিউ যুক্ত। এই ফোনটিতে 6GB র‍্যাম আর 64/128GB  স্টোরেজ থাকবে।

সেখানে Nokia 8 ফোনটিতে 5.3 ইঞ্চির QHD OLED ডিসপ্লে থাকবে। এই ফোনটিতে 6GB র‍্যাম আর 64 স্টোরেজ থাকবে। Nokia 8 এর দাম 40,000 টাকা হবে বলে অনুমান করা হচ্ছে।

এল ফ্লিপকার্টের ‘বিগ ফ্রিডাম সেল’

সোর্সঃ 

Connect On :