Moto G7 সিরিজের চারটি ফোন আজকে ব্রাজিলে লঞ্চ করা হবে

Updated on 07-Feb-2019
HIGHLIGHTS

মোটোরোলা ব্রাজিলে তাদের একটি ইভেন্টে আজকে Moto G7 সিরিজের চারটি ফোন Moto G7, Moto G7 Plus, Moto G7 Play আর Moto G7 Power ফোন লঞ্চ করবে

আজকে মোটোরোলা ব্রাজিলে হতে চলা একটি ইভেন্টে তাদের Moto G7 সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে পারে। Moto G7 সিরিজের চারটি ফোন হল Moto G7, Moto G7 Plus, Moto G7 Play আর Moto G7 Power। আর এই চারটি মডেল আজকে লঞ্চ করা হতে পারে। আর এই ইভেন্ট ব্রাজিলের লোকাল টাইমের হিসাবে সকাল 10টায় (5.30PM IST) তে শুরু করা হবে আর ইউজার্সরা মোটোরোলার সোশাল সাইটে গিয়ে লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন। Moto G7 সিরিজের স্টক অ্যান্ড্রয়েড পাইতে লঞ্চ করা হতে পারে আর সম্ভবত এর মধ্যে Moto G7 Plus ফোন সব থেকে প্রিমিয়াম মডেল হবে।
Moto G7 সিরিজের বিষয়ে অনেক রিউমার্স আর লিক দেখা গেছে। Moto G7 আর Moto G7 Plus ফোনটি ডুয়াল রেয়ার ক্যামেরা, ওয়াটার ড্রপ নচ আর রেয়ার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সঙ্গে লঞ্চ করা হতে পারে। আশা করা হচ্ছে যে Moto G7 Play আর Moto G7 Power ফোনে বড় নচ যুক্ত ডিসপ্লে, সিঙ্গেল রেয়ার ক্যামেরা আর একটি রেয়ার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে পারে।

এই ফোনের দামের বিষয়ে যে গুজব গুলি শোনা গেছে তা হল Moto G7 ফোনটি ইউরোপে EUR 300 (প্রায় 24,400 টাকা) হতে পারে আর সেখানে Moto G7 Play ফোনটির দাম EURO 360(প্রায় 29,300 টাকা) হতে পারে। আর বলা হচ্ছে যে Moto G7 Play স্মার্টফোনটি EUR 149(প্রায় 12,100 টাকা) দামে লঞ্চ করা হতে পারে আর Moto G7 Power ফোনের দাম EUR 2019(প্রায় 17,000 টাকা) হবে।

Moto G7 ফোনটির আনুমানিক স্পেক্স

একটি সাম্প্রতিক লিক থেকে Moto G7 ফোনটির 6.24 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে থাকবে যা 1080×2270 পিক্সাল রেজিলিউশানের হবে। আর এই ডিভাইসটি অক্টা কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 632SoC র সঙ্গে আসবে আর এটি 4GB র‍্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে আসবে আর এর ব্যাটারি 3,000mAh য়ের হবে। আর এই ডিভাইসে 12+5 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা থাকতে পারে। আর এই ডিভাইসের ফ্রন্টে 8 মেগাপিক্সালের ক্যামেরা থাকবে। আর ফোনে USB টাইপ C পোর্ট, 4G LTE সাপোর্ট, ব্লুটুথ 4.2 আর 3.5mm ওডিও জ্যাক থাকবে।

Moto G7 Power ফোনের আনুমানিক স্পেসিফিকেশান

Moto G7 Power ফোনটিতে 6.2 ইঞ্চির HD+ ডিসপ্লে থাকবে যার রেজিলিউশান 720×1520 হবে। আর এই ডিভাইসে অক্টা কোর স্ন্যাপড্র্যাগন 632 র 3GB র‍্যামের সঙ্গে থাকতে পারে। আর এই ডিভাইসের নাম থেকে মনে হচ্ছে যে এই ফোনে বড় ব্যাটারি থাকবে। আর লিক অনুসারে এই ফোনে 5000mAh য়ের ব্যাটারি দএয়া হবে। আর এই ডিভাইসে টার্বো চার্জার অ্যাড করা হবে যা কুইক চার্জিং করবে। আর এই ফোনে 32GB র ইন্টারনাল স্টোরেজ আছে আর ডিভাইসে 12মেগাপিক্সালের রেয়ার আর 8মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা থাকবে। আর Moto G7 Power ফোনে আপনারা অ্যান্ড্রয়েড 9 পাই পাবেন আর এর ওজন 193 গ্রামের।

Moto G7 Play ফোনটির আনুমানিক দাম

Moto G7 Play ফোনটিতে 5.7 ইঞ্চির HD+ ডিসপ্লে থাকবে আর এর রেজিলিউশান 720×1512 পিক্সাল হতে পারে। আর এই ফোনে অক্টা কোর স্ন্যাপড্র্যাগন 632SoC থাকবে। আর এই ফোনের বেস মডেল 2GB র‍্যাম আর 32GB স্টোরেজের সঙ্গে আসবে। Moto G7 Play ফোনে আপনারা 3,000mAh য়ের ব্যাটারি 13 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আর 8মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা পাবেন আর এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড 9 পাইতে কাজ করবে।

Moto G7 Plus ফোনটির আনুমানিক দাম

Moto G7 Plus ফোনটি 6.24ইঞ্চির ডিসপ্লে যুক্ত। আর এই ফোনে অক্টা কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 636 SoC আর 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ পাওয়া যাবে। আর এই দুটি ভেরিয়েন্তে মাইক্রো এসডি কার্ড স্লট দেওয়া হয়েছে আর এর স্টোরেজ এক্সপেন্ড করা যাবে। আর ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে 16+5মেগাপিক্সালের ডুয়াল ক্যামেরা আর ফ্রন্টে 12মেগাপিক্সালের সেলফি ক্যামেরা থাকবে। আর Moto G7 ফোনে আপনারা 3,000mAH য়ের ব্যাটারি পাবেন আর এই ডিভাইসে 27W টার্বোপাওয়ার চার্জিং সাপোর্ট যুক্ত হবে আর এই ক্যামেরাতে অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান থাকতে পারে।

Connect On :