Alcatel Pixi 4 (6) স্মার্টফোনকে ভারতে লঞ্চ করে দেওয়া হ্য়েছে. এর দাম Rs.9,100 রাখা হয়েছে. এই স্মার্টফোনটিকে আগে CES 2016 তে প্রথমবার দেখানো হয়েছিল. এটিকে গত বছর জুন মাসে সামনে আনা হয়েছিল. এবার একটি নতুন আপডেটের পরে এই স্মার্টফোনটি এখন 4G VoLTE নেটওয়ার্কও সাপোর্ট করবে. এবার এর স্পিকারও আগের থেকে ভাল হয়েছে.
Alcatel Pixi 4 (6) একটি বাজেট স্মার্টফোন আর এতে 6 ইঞ্চির বডি ডিসপ্লে আছে. এই ডিসপ্লের রেজিলিউশন 1280×720 পিক্সাল. এই ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন ২১০ চিপস্টেক আছে, যার কল্ক স্পিড 1.1GHz. এটিতে গ্রাফিক্সের জন্য অ্যাড্রিনো 304 GPU দেয়া হয়েছে. স্মার্টফোনটিতে 1.5GB’র র্যাম আর 16GB’র ইন্টারনাল স্টোরেজও দেওয়া হয়েছে.
আরো দেখুন: Xiaomi Redmi 4 স্মার্টফোন 16ই মে ভারতে লঞ্চ হবে, দাম হতে পারে Rs.9,999
এই ডিভাইসের ক্যামেরা সেটআপটি এবার দেখে নেওয়া যাক. এতে 8MP রেয়ার ক্যামেরা অটোফোকাস, LED ফ্ল্যাশ আর 1080p ভিডিও রেকর্ডিং এর সঙ্গে আছে. এর সামনে 5MP’র ক্যামেরা LED ফ্ল্যাশের সঙ্গে আছে.
কানেক্টিভিটির জন্য এই ফোনটিতে ওয়াই-ফাই 802.11 b/g/n, ওয়াই-ফাই ডাইরেক্টার, ব্লুটুথ 4.1, GPS আর মাইক্রো USB পোর্ট এর মতন ফিচার্স আছে. এই ফোনে 2580mAh এর ব্যাটারি আছে, এটি অ্যান্ড্রয়েড 6.0.1 মার্শমেলো অপারেটিং সিস্টেমে কাজ করে.
আরো দেখুন: নোকিয়ার স্মার্টফোন আগামী মাসে ভারতে লঞ্চ হবে
আরো দেখুন: Moto Z2 Play তে ছোট ব্যাটারি থাকবে, এর ডিজাইনও হবে অনেক পাতলা