MWC 2018: অ্যাল্কাটেল নিয়ে এল বিশ্বের প্রথম অ্যান্ড্রয়েড ওরিও (গো এডিশান) স্মার্টফোন

Updated on 25-Feb-2018
HIGHLIGHTS

এর সঙ্গে কোম্পানি আরও 4টি নতুন ফোন- অ্যাল্কাটেল 5, 3, 3X আর 3V নিয়ে এসেছে

কিছু দিন আগেই গুগল বলেছিল যে MWC 2018তে প্রথম অ্যান্ড্রয়েড ওরিও (গো এডিশান) ফোন লঞ্চ করেছে আর এবার Alcatel 1X বিশ্বের প্রথম অ্যানড্রয়েড ওরিও (গো এডিশান) হিসাবে উঠে এসেছে। গো এডিশানে বিশেষ ভাবে 1GB র‍্যাম যুক্ত কম শক্তিশালি ফোনের জন্য বানানো হয়েছে।

এবার আমরা Alcatel 1X এর কথা বলি এতে একটি 18:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লেটি 5.3-ইঞ্চির যার রেহিলিউশান 960 x 480 পিক্সাল। এই ফোনটিতে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। এই ফোনটি আলাদা লাদা মার্কেটে 13MP বা 8MP’র রেয়ার ক্যমেরা যুক্ত । ফোনের সামের দিকে একটি 5MP’ রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। কোম্পানি এর একটি 2GBর‍্যাম ভেরিয়েন্টও আছে। কিন্তু এতে শুধু 16GB স্টোরেজ অপশান দেওয়া হয়েছে। এতে 2460mAh এর ব্যাটারি আছে। এই ফোনটিকে এপ্রিলে সিঙ্গেল সিম আর ডুয়াল সিম ভেরিয়েন্টে নিয়ে আসা হবে, যার দাম 100 ইউরোরস আর 110 ইউরো হতে পারে।

আর এর সঙ্গে অ্যাল্কাটেল আরও 4 টি অন্য ফোনও নিয়ে এসেছে। এর মধ্যে Alcatel 5 সব থেকে দামি ফোন। এতে 5.7ইঞ্চির 18:9 অ্যাস্পেক্ট রেশিও ডিসপ্লে যুক্ত, যার রেজিলিউশান 440 x 720p (HD+)। এটি মিডিয়াটেক 6750প্রসেসার যুক্ত। এটি 2GB আর 3GB র‍্যাম অপশানে পাওয়া যাবে, যা 16GB আর 32GB স্টোরেজ অপশানের সঙ্গে কিনতে পাওয়া যাবে। এতে 12MP’র রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এর সামনের দিকে 13MP + 5MP’র ডুয়াল ফ্রন্ট সেটআপ ক্যামেরা আছে।

এছাড়া Alcatel 3Vও মিডিয়াটেক MT8735A চিপসেট যুক্ত। আর সেখানে Alcatel 3 আর 3X এ MT6739 চিপসেট দেওয়া হয়েছে। Alcatel 3 আর 3X ফোনে 5.7-ইঞ্চির FHD+ ডিসপ্লে আছে, এই দুটি অ্যান্ড্রয়েড নৌগাট অপারেটিং সিস্টেম যুক্ত। Alcatel 3V এ 6-ইঞ্চির ডিসপ্লে আছে আর এতে অ্যান্ড্রয়েড ওরিও অপারেটিং সিস্টেম আছে।

Connect On :