Alcatel Idol 5, পেল ওয়াই ফাই সার্টিফিকেশন

Updated on 19-May-2017
HIGHLIGHTS

এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড 7.0 অপারেটিং সিস্টেম যুক্ত হবে

চিনের ফোন তৈরির কোম্পানি Alcatel এর স্মার্টফোন Alcatel Idol 5 কে সম্প্রতি বেঞ্চমার্কিং ওয়েবসাইট GFXBench এ দেখা গেছিল। এবার এই স্মার্টফোনটিকে ওয়াই-ফাই অ্যালায়েন্স ওয়াই-ফাই সার্টিফিকেট দিয়ে দিয়েছে।

সার্টিফিকেশন অনুসারে এতে ডুয়াল বেন্ড  Wi-Fi a/b/g/n (2.4GHz, 5GHz) আর Wi-Fi Direct এর কানেক্টিভিটি ফিচার সাপোর্ট করবে। এছাড়া এই ডিভাইসে অ্যান্ড্রয়েড 7.0 অপারেটিং সিস্টেম থাকবে।

তবে এছাড়া এই লিস্টিং থেকে ফোনের  আর কোন ফিচার্সের বিষয়ে কোন রকমের খবর পাওয়া যায়নি। এই ডিভাইসের মডেল নম্বর 6060X রাখা হয়েছে। আর এর সার্টিফিকেশন হল ID WFA71840। এই ডিভাইসটিকে 12’ই মে এই সার্টিফিকেশন দেওয়া হয়েছিল।

এর আগের পাওয়া খবর অনুসারে এই ডিভাইসে 12 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা থাকবে আর ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সালের থাকবে। এই ডিভাইসের ডিসপ্লে 5.2 ইঞ্চি ফুল HD ডিসপ্লে থাকবে। এই ডিভাইসে 3GB র‍্যাম আর 32GB ইন্টারনাল স্টোরেজ থাকবে। 

ইমেজ সোর্স

Connect On :