এয়ারটেলের নতুন অফারে পোস্ট পেড গ্রাহকরা ১৩ মার্চের পর পেয়ে যাবেন বিনামূল্যে ডেটা পরিষেবা৷ সম্প্রতি সংস্থার তরফে গ্রাহকদের কাছে পাঠানো ইমেলে এমনটাই জানানো হয়েছে৷
প্রি-পেড গ্রাহকদের পর এবার পোস্টপেড গ্রাহকদের জন্য ‘সারপ্রাইজ’ অফার নিয়ে এল টেলিকম সংস্থা এয়ারটেল৷ বিনামূল্যে জিও-র পরিষেবা শেষ হওয়ার অপেক্ষায় ছিল বাকি টেলিকম সংস্থাগুলি৷ এবার গ্রাহক টানতে কোমর বেঁধে নেমে পড়েছে সকলে৷ সস্তায় ডেটা পরিষেবা দেওয়া নিয়ে শুরু হয়ে গিয়েছে ট্যারিফ যুদ্ধ৷ এবার পোস্ট পেড গ্রাহকদের জন্য অবিশ্বাস্য অফার নিয়ে এল এয়ারটেল৷
এয়ারটেলের নতুন অফারে পোস্ট পেড গ্রাহকরা ১৩ মার্চের পর পেয়ে যাবেন বিনামূল্যে ডেটা পরিষেবা৷ সম্প্রতি সংস্থার তরফে গ্রাহকদের কাছে পাঠানো ইমেলে এমনটাই জানানো হয়েছে৷ তবে এই অফারে কতটা ডেটা বিনামূল্যে দেওয়া হবে তা এখনও জানানো হয়নি৷
ইমেলে জানানো হয়েছে, গ্রাহকরা কতটা ফ্রি ডেটা পেয়েছেন তা MyAirtel অ্যাপে গিয়ে তারা জানতে পারবেন৷ গুগল প্লে ও অ্যাপেল অ্যাপ স্টোরে এই অ্যাপটি পাওয়া যাবে৷
গ্রাহকদের কাছে পাঠানো ইমেলে বলা হয়েছে, ‘আমরা গ্রাহকদের জন্য ফ্রি ডেটা পাঠাচ্ছি৷ দেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্কে কোনও বাধা ছাড়া যাতে আপনারা ডেটা পরিষেবা পেতা পারেন তাই উদ্যোগ নেওয়া হয়েছে এয়ারটেলের তরফে৷ ১৩ মার্চের পর MyAirtel অ্যাপে গিয়ে লগ ইন করলেই জানতে পারা যাবে ঠিক কতটা ডেটা পাওয়া যাবে ফ্রি-তে৷
এর কয়েকদিন আগেই প্রিপেড গ্রাহকদের জন্য ১৪৫ টাকায় ১৪জিবি ৪জি ডেটা প্ল্যান নিয়ে আসে এয়ারটেল৷ সম্প্রতি রিল্যায়েন্স জিও প্রাইম অফার লঞ্চ করেছে যা পয়লা মার্চ থেকে কার্যকর হতে চলেছে৷ এই অফারে ৩০৩ টাকায় ৩০ জিবি ডেটা ও আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাবেন গ্রাহকরা৷জিও-কে টেক্কা দিতেই একের পর এক আর্কষণীয় অফার নিয়ে আসছে এয়ারটেল বলে মনে করা হচ্ছে৷