এয়ারটেল 4G স্পিডের ক্ষেত্রে সবার আগে

এয়ারটেল 4G স্পিডের ক্ষেত্রে সবার আগে
HIGHLIGHTS

মুম্বাইতে পাওয়া যায় সবচেয়ে জোড়ালো 4G স্পিড

বিগত কিছু সমসয় ধরে ভারতীয় টেলিকম বাজারে যথেষ্ট হৈচৈ পরে আছে. বেশিরভাগ কোম্পানিগুলি নিজেদের সঙ্গে বেশি 4G ইউজার্স যোগ করার চেষ্টায় লেগে আছে. এবার এর মধ্যে ওয়ারলেস কভারেজ ম্যাপিং ফার্ম ওপেনসিগন্যাল 4G স্পিডের কিছু পরিসংখ্যান সামনে এনেছে.

এই পরিসংখ্যান গুলি অনুসারে এয়ারটেলের 4G স্পিড অন্যান্য টেলিকম কোম্পানির থেকে বেশি ভাল. এয়ারটেল এক্ষেত্রে সবার আগে, এয়ারটেল জিওকেও এখানে পেছনে ফেলে দিয়েছে. তবে সিগন্যাল পাওয়ার ক্ষেত্রে জিও সবার ওপরে আছে. জিওর সিগন্যাল অন্যান্য টেলিকম কোম্পানির তুলনায় ভারতের বেশিরভাগ অঞ্চলে পাওয়া যায়.

ওয়ারলেস কভারেজ ম্যাপিং ফার্ম ওপেনসিগন্যালের প্রধান কার্যকারী অফিসার(সিইও) ব্র্যান্ডেন গিল বলেছেন যে, এয়ারটেল 4G স্পিডের ক্ষেত্রে সবার ওপরে আছে. মুম্বাইতে সব থেকে জোড়ালো 4G স্পিড পাওয়া যায়. তারা এও জানিয়েছে যে, এখন ভারতের সমস্ত অঞ্চল থেকে এই পরিসংখ্যান নেওয়া হয়নি, তবে আমরা কিছু অঞ্চলে বিশ্লেষণ করেছি. আমরা ভারতে শুধু 4G শহরকে দেখেছি আর তাতে পেয়েছি যে, আহমেদাবাদ সহ গুজরাটের দুটি সব থেকে বড় শহরে দীর্ঘকালীন বিকাস (এলইটি) সিগন্যালের ক্ষেত্রে সব থেকে সুসঙ্গত ভাবে আছে. সিগন্যাল পাওয়ার ক্ষেত্রে জিও সবার ওপরে আছে.

সোর্স:

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo