সম্প্রতি এয়রটেল কারবনের সঙ্গে অ্যাফর্ডেবেল Rs 1,399 দামে 4G স্মার্টফোন Karbonn A40 Indian লঞ্চ করেছে, ভারতীএয়ারটেলের তরফে এটি জিওফোনকে একটি করা টক্কর। রিলায়েন্স জিওর 4G স্মার্টফোনের এফেক্টিভ দাম শুন্য। যাই হোক এয়ারটেল শুধু একটি ফোন লঞ্চ করেই যে থেমে থাকছে না তা বোঝা যাচ্ছে।
এখন কোম্পানি আর একটি অ্যাফর্ডেবেল স্মার্টফোন নিয়ে আসতে চাইছে Rs 1,699 দামে। 91mobiles অনুসারে ভারতের লিডিং টেলিকম সার্ভিস প্রোভাইডার দেশিয় স্মার্টফোন তৈরির কোম্পানি লাভার সঙ্গে একসঙ্গে একটি 4G স্মার্টফোন নিয়ে আসার পরিকল্পনা করছে। এই হ্যান্ডসেটটি বান্ডেল ডাটা আর ভয়েস অফারের সঙ্গে আসবে আর এর রিটেল দাম হবে Rs 3,500। Karbonn A40 ইন্ডিয়ানের মতন এয়ারটেলে এই ফোনেও ক্যাশব্যাকের পরিকল্পনা করছে একই ভাবে আর এই স্মার্টফোনটির এফেক্টিভ দাম Rs 1,699. হবে। তবে যাই হোক জারাই এয়ারটেল আর লাভার এই 4G স্মার্টফোন কিনবে তারা বাধ্যতামূলক রিচার্জ করতে হবে ক্যাশব্যাকের জন্য।
রিপোর্ট অনুসারে এয়রটেলের লাভার সঙ্গে আনতে চলা এই অ্যাফর্ডেবেল 4G স্মার্টফোনে 4.5-ইঞ্চি বা 5-ইঞ্চির ডিসপ্লে থাকবে। Karbonn A40 ইন্ডিয়ান ফোনে একই রকমের 4-ইঞ্চির ডিসপ্লে, 1.3GHz কোয়াড-কোর প্রসেসার, 1GB র্যাম, 8GB ইন্টারনাল স্টোরেজ 2MP’র রেয়ার ক্যামেরা আছে, এর ফ্রন্টে VGA ক্যামেরা আছে আর এতে অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট আর 1,400mAh এর ব্যাটারি আছে। লাভার নতুন স্মার্টফোনও হয়ত এই Karbonn A40 ইন্ডিয়ানের মতন স্পেশিফিকেশান যুক্তই হবে।
Karbonn A40 Indian
এই karbonn a40 ইন্ডিয়ানের দাম Rs 2,899 আর ক্রেতাদের প্রতিমাসে Rs 169’র রিচার্জ 36 মাস ধরে করতে হবে আর তাহলে তারা ক্যাশব্যাক পাবে। যারা A40 ইন্ডিয়ান কিনবে তারা Rs. 500’র ক্যাশ রিফান্ড 18 মাস পরে পাবে আর Rs. 1,000’র রিফান্ড 36 মাস পরে পাবে। এতে মোট Rs 1,500 ক্যাশ ব্যাকের সুবিধা পাওয়া যাবে। এই Karbonn A40 ইন্ডিয়ান এর দাম Rs 1,399 হবে। জিওফোন আর Karbonn A40 ইন্ডিয়ানের মধ্যে প্রধান পার্থক্য এই যে জিওফোনের টাকা ফেরত পেতে হলে ইউজারকে তার ডিভাইসটি একটি নির্দিষ্ট সময়ে কোম্পানি কে ফেরত দিতে হবে।
গত বছর সেপ্টেম্বরে জিওর 4G পরিষেবা লঞ্চ হওয়ার পরে টেলিকম বাজারে নিজেদের গ্রাহদকের ভাল ও সস্তায় অফার দেওয়ার হিরিক পরে যায়। আর জিওফোন লঞ্চ হওয়ার পরেও বাজারের অবস্থা একই দেখা যাচ্ছে। ভোডাফোনও মাইক্রোম্যাক্স ভারত ২ আল্ট্রা নামে 4G স্মার্টফোন লঞ্চ করেছে Rs 999 দামে আবার BSNLও মাইক্রোম্যাক্সের সঙ্গে এক সঙ্গে ভারত ১ 4G স্মার্টফোন Rs 2,220 দামে লঞ্চ করেছে।
আগস্টে ইকনমিক টাইম রিপোর্ট করে যে এয়ারটেল Rs 2,500 দাম 4G স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে, আর এইভাবে তারা জিওর জিওফোন কে প্রতিযোগিতায় ফেলতে চায়। আর তাই দেখা যাচ্ছে এয়ারটেলের কারবন আর লাভার সঙ্গে পার্টনার্শিপের মধ্যে। এয়ারটেল তৃতীয় ভারতীয় ব্র্যান্ডের সঙ্গেও Rs 1,399 থেকে Rs 1,699 দামের মধ্যে 4g স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে।