ভারতে একটি অত্যন্ত সস্তার 4G VoLTE স্মার্টফোন নিয়ে এল এয়ারটেল, দাম Rs 1799

ভারতে একটি অত্যন্ত সস্তার 4G VoLTE স্মার্টফোন নিয়ে এল এয়ারটেল, দাম Rs 1799
HIGHLIGHTS

ফিচার ফোনের দাম এয়ারটেল দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে, এয়ারটেল আর কার্বনের পার্টনার্শিপের এই স্মার্টফোন দুটি অ্যামাজনে কিনতে পাওয়া যাবে

ফিচার ফোনের দাম এয়ারটেল দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে, এয়ারটেল আর কার্বনের পার্টনার্শিপের এই স্মার্টফোন দুটি অ্যামাজনে কিনতে পাওয়া যাবে। এই লঞ্চটি এয়ারটেলের “আমার প্রথম স্মার্টফোন” এর অংশ, এর উদ্দেশ্য একটাই, যাতে সব ভারতীয়রা 4G ফোন কিনতে পারে।
 
A1 Indian 4G স্মার্টফোনটির দাম Rs 1799 (MRP Rs 4390’র তুলনায়) পাওয়া যাবে আর A41 Power Rs 1849 ফোনটি (MRP Rs 4290’র তুলনায়) পাওয়া যাবে। এই দুটি 4G স্মার্টফোন এয়ারটেলের Rs 169 মান্থলি প্যাকের সঙ্গে পায়া যাবে। যা ডাটা আর কল বেনিফিট দেবে।
 
A1 Indian ফোনটির স্পেশিফিকেশান কেমন তা একবার দেখে নেওয়া যাক , এই ডিভাইসে 4 ইঞ্চির ডিসপ্লে থাকবে আর এটি অ্যান্ড্রায়েড  7.0 চলবে আর এটি 1.1GHz  কোয়াড কোর প্রসেসার, 1500 mAh ব্যাটারি যুক্ত। এই ফোনের র‍্যাম 1 GB আর স্টোরেজ 8GB । এই ডিভাইস্টিতে দুটি সিম স্লট থাকবে।  এবার এই ফোন্টির ক্যামেরা কেমন হবে তা দেখা যাক এতে  3.2 MP ‘র ডুয়াল ক্যামেরা সেটআপ আর  2 MP’র ফ্রন্ট ক্যামেরা থাকবে। কানেক্টিভিটির জন্য এই ফোনটিতে 4G VOLTE /3G/2G, Wi-Fi, ব্লুটুথ আর GPS সাপোর্ট থাকবে।
                                 
A41 Power স্মার্টফোনটিতে 4 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে অ্যান্ড্রায়েড নৌগাট 7.0 আর 1.3GHz কোয়াড কোর প্রসেসার থাকবে। এও ডিভাইসের ব্যাটারি 2300 mAh আর র‍্যাম ও ইন্টারনাল স্টোরেজ যথাক্রমে 1 GB আর 8GB’র হবে। এই ডুয়াল সিম স্লট যুক্ত ফোনটিতে 2MP’র রেয়ার ক্যামেরা আর 0.3 MP’র ফ্রন্ট ক্যামেরা থাকবে আর এই ফোনটিতে কানেক্টিভিটির জন্য 4G VOLTE /3G/2G, Wi-Fi, ব্লুটুথ আর GPS সাপোর্ট করবে।
 
প্রথমে A1 Indian 4G স্মার্টফোনটির জন্য  Rs 3299 আর A41 Power 4G স্মার্টফোনটির জন্য Rs 3349 ডাউনপেমেন্ট করতে হবে। ক্যাশব্যাক পেতে হলে গ্রাহকদের টানা 36 মাস Rs 169’র পে রিচার্জ করতে হবে। ইউজার 18 মাস পরে Rs 500 ক্যাশব্যাক পাবে আর 36 মাস পরে Rs 1000 ক্যাশব্যাক পাবে। সবমিলিয়ে ইউজার মোট Rs 1500 ক্যাশব্যাক পাবে।
 
যদি কোন গ্রাহক Rs 169;র প্যাক রিচার্জ না করান তবে অন্য আর একটি রিচার্জও করাতে পারেন তবে তাদের প্রথম 18 মাসে মোট Rs 3000 রিচার্জ করাতে হবে আর বাকি 18 মাসে আরও Rs 3000 রিচার্জ করাতে হবে তবে সম্পূর্ণ ক্যাশ ব্যাক পাওয়া যাবে।

Digit.in
Logo
Digit.in
Logo