এয়ারটেল আর ইন্টেক্স একসঙ্গে সস্তার 4G স্মার্টফোন নিয়ে এল

এয়ারটেল আর ইন্টেক্স একসঙ্গে সস্তার 4G স্মার্টফোন নিয়ে এল
HIGHLIGHTS

Intex Aqua Lion N1 একটি নতুন স্মার্টফোন, এই ফোনটি ইন্টেক্স বানিয়েছে আর এটি এয়ারটেলের ডিস্কাউন্টের সঙ্গে 1,649 টাকায় পাওয়া যাবে, এর আসল দাম অবশ্য 3,799 টাকা

ভারতী এয়ারটেল এই বুধবারে ভারতীয় স্মার্টফোন তৈরির কোম্পানি ইন্টেক্স টেকনলজির সঙ্গে উন্নত ফিচার্স যুক্ত একটি সস্তার স্মার্টফোনের সিরিজ লঞ্চ করার জন্য চুক্তি করেছে। দূরসঞ্চার পরিষেবা অনুসারে Intex Aqua Lion N1 এর একটি নতুন স্মার্টফোন, যা ইন্টেক্স বানাবে, আর এর সঙ্গে এয়ারটেলের আলাদা ডিস্কাউন্টের সঙ্গে 1,৬49 টাকায় পাওয়া যাবে, আর এর আসল দাম অবশ্য 3,799 টাকা।

 

 

কোম্পানি এক যায়গায় বলেছে যে, “এয়ারটেল এই স্মার্টফোনটি ১৬৯ টাকার মান্থলি প্যাকের সঙ্গে আনবে, যাতে ডাটা আর কলিং এর সুবিধা পাওয়া যাবে”।

ভারতী এয়ারটেলের প্রধান এক্সিকিউটিভ অফিসার ( ভারত আর দক্ষিণ আফ্রিকা) অজয় পুরি বলেছেন, “আমরা ‘আমার প্রথম ফোনের চেষ্টা’ তে গ্রাহকদের জন্য নির্মাতা দের কাছ থেকে টানা ভাল প্রতিক্রিয়া পেয়েছি, যা থেকে আমরা খুব খুসি”।

এক যায়গায় বলা হয়েছে যে এই চেষ্টায় এয়ারটেলের লক্ষ্য মোবাইল হ্যান্ডসেটের নির্মাতাদের জন্য সস্তায় 4G স্মার্টফোনের জন্য ‘ওপেন ইকোসিস্টেম’ তৈরি করছে আর তারা উপভোক্তাদের ফিচার ফোনের দামে তা দিতে চায়।

ইনটটেকসস অ্যাকোয়া লাইন্স এন1 ছাড়া এই প্রচারে দুটি আরও সস্তার 4G স্মার্টফোন আছে – Intex Aqua A4 আর Intex Aqua S ও নিয়ে এসেছে।ভারতী এয়ারটেল এই বুধবারে ভারতীয় স্মার্টফোন তৈরির কোম্পানি ইন্টেক্স টেকনলজির সঙ্গে উন্নত ফিচার্স যুক্ত একটি সস্তার স্মার্টফোনের সিরিজ লঞ্চ করার জন্য চুক্তি করেছে। দূরসঞ্চার পরিষেবা অনুসারে Intex Aqua Lion N1 এর একটি নতুন স্মার্টফোন, যা ইন্টেক্স বানাবে, আর এর সঙ্গে এয়ারটেলের আলাদা ডিস্কাউন্টের সঙ্গে 1,৬49 টাকায় পাওয়া যাবে, আর এর আসল দাম অবশ্য 3,799 টাকা।

কোম্পানি এক যায়গায় বলেছে যে, “এয়ারটেল এই স্মার্টফোনটি ১৬৯ টাকার মান্থলি প্যাকের সঙ্গে আনবে, যাতে ডাটা আর কলিং এর সুবিধা পাওয়া যাবে”।

ভারতী এয়ারটেলের প্রধান এক্সিকিউটিভ অফিসার ( ভারত আর দক্ষিণ আফ্রিকা) অজয় পুরি বলেছেন, “আমরা ‘আমার প্রথম ফোনের চেষ্টা’ তে গ্রাহকদের জন্য নির্মাতা দের কাছ থেকে টানা ভাল প্রতিক্রিয়া পেয়েছি, যা থেকে আমরা খুব খুসি”।

এক যায়গায় বলা হয়েছে যে এই চেষ্টায় এয়ারটেলের লক্ষ্য মোবাইল হ্যান্ডসেটের নির্মাতাদের জন্য সস্তায় 4G স্মার্টফোনের জন্য ‘ওপেন ইকোসিস্টেম’ তৈরি করছে আর তারা উপভোক্তাদের ফিচার ফোনের দামে তা দিতে চায়।

ইনটটেকসস অ্যাকোয়া লাইন্স এন1 ছাড়া এই প্রচারে দুটি আরও সস্তার 4G স্মার্টফোন আছে – Intex Aqua A4 আর Intex Aqua S ও নিয়ে এসেছে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo