ফোন না বদলে 5G ব্যবহার করতে চান? Airtel দিচ্ছে সুযোগ, দেখুন কীভাবে করবেন

ফোন না বদলে 5G ব্যবহার করতে চান? Airtel দিচ্ছে সুযোগ, দেখুন কীভাবে করবেন
HIGHLIGHTS

5G লঞ্চ করে গেল ভারতে, প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন এই পরিষেবা

আপনি এই পরিষেবা পেতে চান কিন্তু ফোন বদলাতে চান না?

Airtel দিচ্ছে সুযোগ, দেখে নিন কীভাবে ব্যবহার করবেন

5G Service লঞ্চ করে গেল ভারতে। 1 অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) নিজে এই পরিষেবা উদ্বোধন করেছেন। তবে আপনি যদি এই পরিষেবা পেতে চান তাও ফোন না বদলে, তাহলে সেটা কিন্তু এবার সম্ভব। আপনার বর্তমান ফোনেই অ্যাক্টিভেট করে নিতে পারবেন এই পরিষেবা। Airtel আপনাকে সেই সুযোগ দিচ্ছে, কীভাবে পাবেন এই সুবিধা জানেন? দেখুন।

Airtel এর তরফে কী জানানো হয়েছে?

সুনীল ভারতী মিত্তিল, এয়ারটেলের চেয়ারম্যান শনিবার 5G পরিষেবা উদ্বোধনে উপস্থিত ছিলেন। এই 5G সার্ভিসের শুভ সূচনা হয় India Mobile Congress 2022 এর প্রোগ্রামে। কিন্তু এই পরিষেবা নিয়ে মানুষের মনে নানান প্রশ্ন, কথা চলছে। অনেকেই ভাবছেন 5G পরিষেবা ব্যবহার করতে হলে বুঝি নতুন ফোন কেনা আবশ্যক। কিন্তু অনেকের পক্ষেই এখন নতুন ফোন কেনা সম্ভব নয়। তাঁরা কি এই পরিষেবার পাবেন না? একদমই না। তাহলে নিজের বর্তমান ফোনে কীভাবে এই পরিষেবা পেতে পারেন বুঝতে পারছেন না? দেখে নিন।

আপনি কি জানেন কোন কোন শহরে পরিষেবা শুরু হয়েছে?

দিল্লি, বেনারস, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, মুম্বাই, শিলিগুড়িতে এয়ারটেল 5G পরিষেবা শুরু করল। কিন্তু এই সংস্থার তরফে জানানো হয়নি নির্দিষ্ট কোন অঞ্চলে এই পরিষেবা পাওয়া যাবে।

আপনার বর্তমান ফোনে কীভাবে 5G পরিষেবা চালু করবেন দেখুন।

সবার আগে আপনার ফোনের সেটিংসে যান।
সেখানে গিয়ে কানেকশনে যান, এবং মোবাইল নেটওয়ার্কের বিকল্প অপশনগুলো দেখুন।
এবার নেটওয়ার্ক মোড ক্লিক করুন। 2G/3G/4G/5G এর মধ্যে একটিকে বেছে নিন।
এবার 5G মোডকে অ্যাক্টিভেট করুন, এবার এটাকে সক্রিয় করা হয়ে গেলে আপনি 5G আছে এমন জায়গায় থাকলে এটিকে ব্যবহার করতে পারবেন।
তারপর আপনি আপনার বর্তমান ফোনেই 5G ব্যবহার করতে পারবেন।

Airtel 5G

আপনি যে অঞ্চলে আছেন সেখানে 5G আছে কিনা কীভাবে দেখবেন?

এয়ারটেলের তরফে জানানো হয়েছে কোন অঞ্চলের মানুষরা এই পরিষেবা ব্যবহার করতে পারবেন সেটা বিস্তারিত জানানো হবে। Airtel এর যে ধন্যবাদ অ্যাপ আছে, সেটাকে ব্যবহার করলে জানতে পারবেন যে আপনি এখন যে ফোনটি ব্যবহার করছেন সেখানে 5G ব্যবহার করতে পারবেন কিনা। এছাড়া আপনি যদি এমন জায়গায় থাকেন যেখানে 5G পরিষেবা রয়েছে তাহলে আপনি এই দুরন্ত গতির ইন্টারনেট পরিষেবা পাবেন। আপনি আপনার বর্তমান সিম কার্ডে 5G পরিষেবা পাবেন। ফলে এই পরিষেবার সুবিধা পাওয়ার জন্য আপনাকে সিম বদলাতে হবে না।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo