Samsung য়ের পরে Huawei রেয়ার পাঞ্চ হোলের সঙ্গে Nova 4 লঞ্চ হল
Huawei চিনে তাদের Huawei Nova 4 ফোনটি লঞ্চ করেছে আর এটি পাঞ্চ হোল যুক্ত ফ্রন্ট ক্যামেরা আর 48MP র মেন ক্যামেরার সঙ্গে এসেছে
বৈশিষ্ট্য
Huawei Nova 4 ফোনটিতে 25MP র পাঞ্চ হোল ক্যামেরা দেওয়া হয়েছে
আর এই ফোনে দুটি আলাদা আলাদা ক্যামেরা স্পেক্সের সঙ্গে দুটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে
আর এর আগে স্যামসাং তাদের Galaxy A8s ফোনটি এই প্রযুক্তির সঙ্গে লঞ্চ করেছিল
Huawei তাদের প্রথম পাঞ্চ হোল ক্যামেরা সঙ্গে Nova 4 ফোনটি লঞ্চ করেছে। আর এই ফোনটি 17 ডিসেম্বর লঞ্চ করা হয়েছে। আর এই ডিভাইসটিতে নচ ভেরিয়েন্টের দাম CNY 3,100(প্রায় 32,000 টাকা) আর সেখানে এর অন্য ভেরিয়েন্টের দাম CNY 3,400(অরায় 35,000টাকা)। আর কোম্পানি এই স্মার্টফোনটির দুটি ভেরিয়েন্ট চিনে লঞ্চ করেছে আর এর হাই ভেরিয়েন্টে 48MP র মেন ক্যামেরা আর 20MP র প্রাইমারি সেন্সার আছে। আর এছাড়া দুটি ভেরিয়েন্টেই ফ্রন্টে 25MP র ফ্রন্ট সেন্সার দেওয়া হয়েছে। আর দুটি স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 9.0 পাই নির্ভর EMUI 9.0.1 দেওয়া হয়েছে।
Huawei Nova 4 ফোনটির স্পেসিফিকেশান
Nova 4 ফোনটিতে kirin 970 প্রসেসার আছে আর এর সঙ্গে কোম্পানির Huawei P20 Pro স্মার্টফোনেও ব্যাবহার করা হয়েছিল। Huawei Nova 4 ফোনটিতে 3,750mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। আর এই ফোনটি 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর এই ফোনে 6.4 ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনের ডিসপ্লের রেজিলিউশান 2310×1080 পিক্সালের। আর এই ফোনে পাঞ্চ হোল ক্যামেরা দেওয়া হয়েছে।
ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে আপনারা ব্যাকে ট্রিপেল ক্যামেরা সেটআপ পাবেন। এর মধ্যে 48MP র f/1.8 অ্যাপার্চার যুক্ত ক্যামেরা আর এছাড়া এতে একটি 16MPর আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সার আছে যার অ্যাপার্চার f/2.2 আর এই ফোনের তৃতীয় ক্যামেরা 2MP র ডেপথ সেন্সার যুক্ত যার অ্যাপার্চার f/2.4 । Nova 4 ফোনের বেস ভেরিয়েন্টে প্রধান ক্যামেরা 20MP র f/1.8 অ্যাপার্চার যুক্ত।
এর এই বছর লঞ্চ হওয়া ফোনের মধ্যে হুয়াওয়ে এমন দ্বিতীয় ফোন যা পাঞ্চ হোলের সঙ্গে লঞ্চ হয়েছে আর এর আগে স্যামসাং তাদের Galaxy A8s ফোনটি এই প্রযুক্তির সঙ্গে লঞ্চ করেছিল। আর এছাড়া হুয়াওয়ের সাব ব্র্যান্ড Honor View 20 ফোনে 48MP র ক্যামেরা আর পাঞ্চ হোল ফ্রন্ট ক্যামেরা আছে। আর এই ডিভাইসের বিষয়ে এখনও সম্পূর্ণ ভাবে কিছু জানা যায়নি এই ফোনটি 22 জানুয়ারি লঞ্চ প্যারিসের একটি ইভেন্টে লঞ্চ করা হতে পারে।
Huawei Nova 4 HiSlicon কিরিন 980 SoC যুক্ত ফোন আর এতে লেটেস্ট ফ্ল্যাগশিপ চিপসেট আছে যা ডুয়াল ISP আর ডুয়া NPU য়ের সঙ্গে এসেছে। হুয়াওয়ে বলেছে যে ফ্রন্ট ক্যামেরা কাটআউটের সাইজ 4.5mm ডায়মিটারের আর নচ ডিসপ্লের ফুল ভিউ ডিসপ্লে 3.0।