৫০১ টাকায় স্মার্টফোন আনছে এই মোবাইল কোম্পানি
ফ্রিডম 251 স্মার্টফোনের পর আরেকটি স্মার্টফোন চ্যাম্পওয়ান C1 এলো সামনে। এইটা কি সত্যি না কি শুধু একটি মার্কেটিং রণকৌশল।
বিশ্বের সবথেকে কমদামী স্মার্টফোন। এই স্মার্টফোনকে ঘিরে যতই তর্ক-বিতর্ক থাকুক না কেন, এটাই বিশ্বের একমাত্র কমদামী স্মার্টফোন। এর আগে এত কম দামে কোনও কোম্পানি স্মার্টফোন বাজারে নিয়ে আসতে পারেনি। তবে এবার প্রতিযোগিতা জোরদার হতে চলেছে ফ্রিডম ২৫১-এর।
আরও দেখুন : Ziox Z6 এবং Z7 দুটি নতুন ফিচার ফোন লঞ্চ, মূল্য Rs. 2,043
ফ্রিডম ২৫১-এর সঙ্গে প্রতিযোগিতায় নেমে পড়েছে ChampOne C1 device। ৫০১ টাকায় স্মার্টফোন নিয়ে আসছে এই কোম্পানি। এই স্মার্টফোনে রয়েছে 2GB RAM। 16GB ইন্টারনাল মেমোরি।
তবে সূত্র থেকে জানা গিয়েছে, প্রোমোশনের জন্য এই দামে পাওয়া যাবে ChampOne C1 device-এর স্মার্টফোন। এছাড়া এই স্মার্টফোন বাজারে পাওয়া যাবে ৮ হাজার টাকায়। এই স্মার্টফোন কোম্পানির ওয়েবসাইটে গিয়ে বুকিং করলে এখনও ৫০১ টাকায় ফোনটি পেলেও পেতে পারেন। ক্যাশ অন ডেলিভারিতে পাওয়া যাবে।
আরও দেখুন : LG X ক্যাম স্মার্টফোন ভারতে লঞ্চ, ডুয়াল রিয়ার ক্যামেরা দিয়ে সজ্জিত করা
আরও দেখুন : শাওমি রেডমি নোট 4 হল সেল এর জন্য উপলব্ধ
Digit NewsDesk
Digit News Desk writes news stories across a range of topics. Getting you news updates on the latest in the world of tech. View Full Profile