এই অফারকে ‘ইজি টু বাই’ আর ‘ইজি টু অন’ নাম দেওয়া হয়েছে
ল্যাপটপ নির্মানকারী কোম্পানি Acer একটি নতুন অফার নিয়ে এসছে, এই অফারে আপনি আপনার পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে নতুন ল্যাপটপ নিতে পারবনে. আপনার পুরনো স্মার্টফোনকে এক্সচেঞ্জ করে আপনি Acer ল্যাপটপে 23,000 টাকা অব্দি ডিস্কাউন্ট পেতে পারবেন.
এই অফারটিকে দুটি সেগমেন্টে ভাগ করা হয়েছে এই দুটিকে ‘ইজি টু বাই’ আর ‘ইজি টু অন’ নাম দেওয়া হয়েছে. ইজি টু বাই অফারে 23,000 টাকা অব্দি ছাড় পাওয়া যেতে পারে. এছাড়া এক বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টি আর 999 টাকা অব্দি ক্যাশব্যাক পেতে পারেন.
এছাড়া ইজি টু অন অফারে আপনি এক বছর অব্দি অ্যান্টিভাইরাস সাবস্ক্রিপশন এর সঙ্গে এক্সটেন্ডেড ব্যাটারিও পেতে পারেন. এছাড়া কোম্পানি 5,999 টাকার মাইক্রোসফট অফিসও কিছু সিলেক্টেড ল্যাপটপের সঙ্গে দিচ্ছে.
এছাড়া এই অফারে আপনি লাইফটাইম ক্র্যাশ ডাটা রিকভারিও পাওয়া যেতে পারে. এই সফটওয়্যারকে আলাদা করে নেওয়ার জন্য আপনাকে 2499 টাকা দিতে হবে.