IQOO -এর তরফে শীঘ্রই একটি নতুন ফোন চাইনিজ মার্কেটে লঞ্চ করতে চলেছে। এই আসন্ন ফোনটির নাম IQOO Neo 8। এই ফোন লঞ্চের আগেই এর একাধিক ফিচার অনলাইনে ফাঁস হয়ে গেল।
এর আগে IQOO Neo 8 ফোনটিকে Antutu ওয়েবসাইটে দেখা গিয়েছিল। সেখান থেকেই এই ফোনের একাধিক ফিচার সম্পর্কে ধারণা পাওয়া যায়। এর পর এখন এই ফোনটির দেখা মিলল চাইনিজ 3C সার্টিফিকেশন ওয়েবসাইটে। আর সেখান থেকেই এই ফোনের ব্যাটারি এবং চার্জিং -এর ক্ষমতার বিষয়ে নানা তথ্য জানা গিয়েছে।
এই 3C সার্টিফিকেশন সমস্ত ডিভাইসের লঞ্চের পারমিশন থেকে সার্টিফিকেট, ইত্যাদি দিয়ে থাকে। আর এখানেই সদ্য দেখা মিলেছে IQOO Neo 8 -এর। ফলে বোঝ যাচ্ছে শীঘ্রই এই ফোন ওই দেশের বাজারে আসছে।
আর এই ওয়েবসাইট থেকে জানা গিয়েছে এই ফোনে 120W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। অর্থাৎ IQOO Neo 7 ফোনটিতে যে চার্জিং ক্ষমতা ছিল সেটাই এখানে দেখা যাবে। ফলে খুব একটা পরিবর্তন এক্ষেত্রে দেখা যাবে না।
জানা গিয়েছে এই ফোনে 5G সাপোর্ট করবে। এছাড়া আর কোন কোন ফিচার থাকবে দেখুন।
1. এই ফোনে 120 HZ রিফ্রেশ রেট সহ 6.7 ইঞ্চির একটি 1.5K AMOLED ডিসপ্লে থাকবে। পাঞ্চ হোল কাট আউট দেখা যাবে এই ফোনের ডিসপ্লেতে যেখানে সেলফি ক্যামেরা থাকবে।
2. Snapdragon 8+ Gen 1 প্রসেসরের সাহায্যে চলবে এটি। 16 GB RAM এবং 512 GB ইন্টারনাল স্টোরেজ মিলতে পারে এই ফোনে।
3. অ্যান্ড্রয়েড 13 -এর সাপোর্ট থাকবে এই ফোনে।
4. 120W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি থাকবে এই ফোনে।
5. ট্রিপল রিয়ার ক্যামেরা থাকতে পারে এখানে। প্রাইমারি ক্যামেরায় 50 মেগাপিক্সেলের সেন্সর সহ 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যেতে পারে।