যেখানে Xiaomi Mi A2 স্মার্টফোনটিকে নিয়ে ইন্টারনেটে একের পর এক খবর সমানে আসতে চলেছে তখন এবার আরও একবার এই ফোনের বিষয়ে নতুন একটি খবর সামনে এল। আপনাদের বলে রাখি যে এই ডিভাইসটি স্পেনের মাদ্রিদে24জুলাই লঞ্চ করা হতে পারে। আর এই নাম থেকে এটা বোঝা যাচ্ছে যে Xiaomi MI A1 স্মার্টফোনের নেক্সট জেনারেশান ফোন হবে এটি। তবে Xiaomi MI A2 স্মার্টফোনটিও অ্যান্ড্রয়েড ওয়ান ডিভাইস হিসাবেই লঞ্চ করা হবে, কিন্তু হার্ডওয়্যার আর ডিজাইনের ক্ষেত্রে আপনারা এই ফোনে একটি বড় পরিবর্তন দেখতে পারবেন।
আমরা যদি লিকের বিষয়ে কথা বলি তবে আপনাদের বলে রাখি যে এই ডিভাইসটিকে নিয়ে @IshanAgareal21 একটি টুইট করে আমাদের সামনে এনেছেন।
https://twitter.com/IshanAgarwal24/status/1019966839387017216?ref_src=twsrc%5Etfw
আমরা আপনাদের আগেই বলেছিলাম যে এই ডিভাইস্টির স্পেসিফিকেশান আর ডিজাইন Mi 6X য়ের মতন হবে। Mi A2 32Gb ভেরিয়েন্টের দাম প্রায় 19,800টাকা আর সেখানে এর 64GB ভেরিয়েন্টের দাম প্রায় 22,500 টাকা রাখা হতে পারে। আর সেখানে 128GB ইন্টারনাল স্টোরেজের এই ফোনটি 25,200 টাকায় লঞ্চ করা হতে পারে।
সাওমি Mi A2 স্মার্টফোনটির স্পেশালিটি এই যে এটি অ্যান্ড্রয়েড ওয়ান ফোন। আর এতে 5.99ইঞ্চির ফুল HD+ 1080×2160 পিক্সালের ডিসপ্লে থাকবে। আর এতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসার আর 4GB র্যাম থাকতে পারে। আর এই হ্যান্ডসেটে 32GB, 64GB আর 128GB ইনবিল্ড স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে।
https://twitter.com/IshanAgarwal24/status/1019944561324576769?ref_src=twsrc%5Etfw
আমরা যদি ক্যামেরার বিষয়ে কথা বলি তবে Mi A2 ফোনে ভার্টিকালি ডিজাইন যুক্ত ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে আর এর দুটি সেন্সার 12মেগাপিক্সালের হবে। আর এই ফোনের ফ্রন্টে 20 মেগাপিক্সালের সেলফি ক্যামেরা থাকবে।
এই ফোনের ব্যাটারির বিষয়ে যদি কথা বলি তবে এতে 3010mAh য়ের ব্যাটারি থাকবে যা কুইক চার্জ 3.0 প্রযুক্তি যুক্ত হবে। আর কানেক্টিভিটি ফিচারে 4G LTE, Wi-Fi 802, 11ac, ব্লুটুথ 5.0 আর USB টাইপ C পোর্ট দেওয়া হতে পারে।