রোজকার কাজের জন্য শক্তিশালী প্রসেসর যুক্ত ফোন চান? তাহলে মাত্র 15,000 টাকার মধ্যেই আপনি একাধিক ফোন পেয়ে যাবেন। এই ফোনগুলোতে শক্তিশালী প্রসেসর থাকার দরুন আপনি যেমন গেমিং এর মজা পাবেন তেমনই পাবেন মাল্টি টাস্কিং এর সুবিধাও। তালিকায় রাখতে পারেন Redmi, Realme -এর এই ফোনগুলো।
এই ফোনে গ্রাহকরা Full HD+ AMOLED ডিসপ্লে পাবেন। সঙ্গে 64 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ কোয়াড রিয়ার ক্যামেরা আছে।
এখানে MediaTek Helio G95 এর মতো শক্তিশালী প্রসেসর আছে দৈনন্দিন কাজের জন্য। এটি একটি অক্টা কোর প্রসেসর। সঙ্গে 5000 mAh ব্যাটারি সহ 6 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ পাবেন। এটির দাম 14,999 টাকা।
এটিও 15,000 টাকার বাজেটের মধ্যে অন্যতম সেরা ফোন। এখানেও 5000mAh ব্যাটারি আছে যা 29 মিনিটে 50% চার্জ তোলার ক্ষমতা রাখে। 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 12 GB RAM আছে এই ফোনে নির্বিঘ্নে কাজ করার জন্য।
6.72 ইঞ্চির একটি Full স্ক্রিন ডিসপ্লে পাওয়া যাবে এখানে। এই ফোনের দাম 12,999।
এখানে গ্রাহকরা পাবেন MediaTek Helio G96 প্রসেসর সহ Mali-G57 MC2 GPU। এছাড়া এখানে 120 Hz রিফ্রেশ রেট সহ 6.6 ইঞ্চির একটি Full HD+ ডিসপ্লে আছে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি AI রিয়ার ক্যামেরা সহ 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে এখানে।
33W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000।mAh ব্যাটারি পাবেন। আছে 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। এটির দাম 12,499।
এই ফোনে 6.43 ইঞ্চির একটি Full HD+ AMOLED ডিসপ্লে আছে 90 Hz রিফ্রেশ রেট সহ। এখানে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ কোয়াড রিয়ার ক্যামেরা আছে। Qualcomm Snapdragon 680 প্রসেসরের সাহায্যে চলে এটি। সঙ্গে কথা খবর পেয়ে যাবেন 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ।
33W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি আছে। এটির দাম 13,499 টাকা।
MediaTek Dimensity 700 প্রসেসরের সাহায্যে পরিচালিত হয় এই ফোন। আছে 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যা 1 TB পর্যন্ত বাড়ানো যায়। এছাড়া 6.5 ইঞ্চির একটি HD+ ডিসপ্লে পাবেন যেখানে 90 HZ রিফ্রেশ রেট থাকবে।
5000 mAh ব্যাটারি আছে এই ফোনে। এটির দাম স্রেফ 11,999।
এই ফোনটিও পরিচালিত হয় MediaTek Dimensity 700 5G প্রসেসরের সাহায্যে। এটি একটি 7 কোর প্রসেসর। এখানে 6.71 ইঞ্চির একটি ডিসপ্লে আছে 90 Hz রিফ্রেশ রেট সহ।
এখানে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। 18W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি যুক্ত এই ফোনের দাম 12,999 টাকা।
আরও পড়ুন: iPhone 14 Deal Alert: 79,900 টাকার ফোন 29,999! আইফোন কিনুন এবার বাজেট ফ্রেন্ডলি দামে
এটি একটি পাওয়ার প্যাকেড ফোন 15,000 মধ্যে। এখানে MediaTek Helio G99 প্রসেসর আছে। এখানে Panther Game Engine এবং 6000 mAh এর একটি শক্তিশালী ব্যাটারি আছে এই ফোনে যা এক চার্জে 167 ঘণ্টা পর্যন্ত চলতে পারে।
এছাড়া একটি 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ ডুয়াল রিয়ার ক্যামেরা আছে। 6.8 ইঞ্চির একটি ডিসপ্লে পাবেন এই ফোনে যেখানে 90 Hz রিফ্রেশ রেট আছে। অ্যান্ড্রয়েড 12 এর সাহায্যে চলে এই ফোন। এটার দাম 11,999 টাকা।
এটির দাম 8,799 টাকা। সব থেকে সস্তার এই ফোনে আছে MediaTek Helio G85 প্রসেসর। 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সহ পোট্রেট মোড, নাইট মোড ইত্যাদির সুবিধা পাবেন এখানে।
সেলফি তোলার জন্য পাবেন 5 মেগাপিক্সেলের একটি সেন্সর। 5000 mAh ব্যাটারি আছে এখানে।