শক্তিশালী 6500mAh ব্যাটারি এবং ওয়াটারপ্রুফ OPPO F29 5G ফোনের সেল শুরু, দুর্দান্ত ছাড়ে কেনার সুযোগ

OPPO F29 5G স্মার্টফোনের প্রথম সেল লাইভ হয়ে গেছে
ওপ্পো এফ29 5জি স্মার্টফোনটি ভারতে 23,999 টাকার শুরুর দামে লঞ্চ করা হয়েছে
ওপ্পো ফোনটি কোয়ালকম Snapdragon 6 Gen 1 চিপসেট সহ আসে
OPPO F29 5G স্মার্টফোনের প্রথম সেল লাইভ হয়ে গেছে। প্রথম সেলে অফারের সাথে ওপ্পো এফ29 ফোনটি 11 হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট সহ কেনা যাবে। ওপ্পোর এই ফোন কম দামে দুর্দান্ত ফিচার অফার করে। সাথে এটি একটি ওয়াটারপ্রুফ ডিজাইন সহ আসে। আসুন জেনে নেওয়া যাক ফোনের সমস্ত ফিচার এবং সেল অফার সম্পর্কে।
OPPO F29 5G ফোনের দাম কত ভারতে
ওপ্পো এফ29 5জি স্মার্টফোনটি ভারতে 23,999 টাকার শুরুর দামে লঞ্চ করা হয়েছে। ফোনটি দুটি ভ্যারিয়্যান্টে আসে।
- 8GB + 128GB – 23,999 টাকা
- 8GB + 256GB – 26,999 টাকা
ফোনের বিক্রি অনলাইন শপিং সাইট Flipkart থেকে করা হবে।
গ্রাহকরা যেকোনো ব্যাঙ্ক কার্ড EMI পেমেন্টে 2399 টাকার ছাড় পাওয়া যাবে।
আরও পড়ুন: 200MP প্রাইমারি ক্যামেরা সহ আসতে পারে Vivo X200 Ultra স্মার্টফোন, আগামী মাসে হবে লঞ্চ
এছাড়া Flipkart Axis Bank Credit Card নন ইএমআই পেমেন্টে 1262 টাকা ছাড় রয়েছে।
আপনি যদি পুরনো ফোন এক্সচেঞ্জ করেন তবে 2000 টাকার বোনস ডিসকাউন্ট দেওয়া হবে।
ওপ্পো এফ29 5জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে
নতুন ওপ্পো এফ29 5জি ফোনটি 120Hz রিফ্রেশ রেট সহ 6.7-ইঞ্চির FHD+ ডিসপ্লে সহ আসে। এতে 1200 নিট পিক ব্রাইটনেস এবং কর্ণিং গরিল্লা গ্লাস 7i প্রোটেক্টেড দেওয়া।
প্রসেসর হিসেবে ওপ্পো ফোনটি কোয়ালকম Snapdragon 6 Gen 1 চিপসেট সহ আসে।
ফটোগ্রাফির ক্ষেত্রে ওপ্পো এফ29 5জি স্মার্টফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়া। ফোনে 50MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল এবং 50MP মোনোক্রোম ক্যামেরা দেওয়া। সেলফি তোলার জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে ওপ্পো এফ29 5জি স্মার্টফোনে 6500mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। যা 45W SuperVOOC চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: 80W এর ফাস্ট চার্জিং সহ Vivo এর দুর্দান্ত 5জি ফোনে 2000 টাকার ছাড়, 31 মার্চ পর্যন্ত অফার
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile