Samsung New Smartphone: 6000mAh ব্যাটারি সহ স্যামসাং লঞ্চ করল সস্তা স্মার্টফোন, বাজেট প্রাইসে দুর্দান্ত ফিচার

Updated on 26-Sep-2024
HIGHLIGHTS

স্যামসাং কোম্পানি ভারতের বাজারে Samsung Galaxy M15 5G Prime Edition লঞ্চ করেছে

গ্যালাক্সি এম15 প্রাইম এডিশনের 4GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম 10,999 টাকা রাখা হয়েছে

নতুন গ্যালাক্সি ফোনটি 50MP প্রাইমারি সেন্সর, 5MP আল্ট্রা ওয়াইড সেন্সর এবং 2MP ম্যাক্রো ক্যামেরা সহ আসে

স্যামসাং কোম্পানি ভারতের বাজারে Samsung Galaxy M15 5G Prime Edition লঞ্চ করেছে। এই নতুন এপ্রিল মাসে লঞ্চ হওয়া স্যামসাং গ্যালাক্সি এম15 5জি এর মতোই। নতুন ফোনটি AMOLED ডিসপ্লে, 50MP ক্যামেরা মতো ফিচার সহ কম দামে লঞ্চ করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি এম15 প্রাইম এডিশনের দাম এবং ফিচার কী রয়েছে।

স্যামসাং গ্যালাক্সি এম15 প্রাইম এডিশনের ভারতে দাম কত

দামের কথা বললে গ্যালাক্সি এম15 প্রাইম এডিশনের 4GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম 10,999 টাকা রাখা হয়েছে। ফোনের 6GB+128GB মডেলের দাম 11,999 টাকা এবং 8GB+128GB মডেলের দাম 13,499 টাকা রাখা হয়েছে।

আরও পড়ুন: Amazon Great Indian Festival Sale 2024: 20,000 টাকার কম বাজেটের সেরা স্মার্টফোনে ধামাকা ডিল

বলে দি যে এই দাম কুপন ডিসকাউন্টের সাথে কেনা যাবে। গ্যালাক্সি এম15 প্রাইম এডিশন ফোনটি Blue Topaz, Celestial Blue এবং Stone Grey কালার অপশনে কেনা যাবে। স্মার্টফোনের বিক্রি Amazon সাইট এবং কোম্পানির অফিসিয়াল সাইট থেকে বিক্রি হবে।

Samsung Galaxy M15 5G Prime Edition ফোনে স্পেসিফিকেশন কী রয়েছে

ডিসপ্লে: গ্যালাক্সি এম15 5জি প্রাইম এডিশন ফোনে 6.6-ইঞ্চি FHD+ Infinity-V সুপার AMOLED ডিসপ্লে রয়েছে। এতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট এবং ওয়াটার ড্রপ নচ ফিচার দেওয়া।

প্রসেসর: প্রসেসিংয়ের জন্য গ্যালাক্সি এম15 প্রাইম এডিশনে মিডিয়াটেক ডাইমেনসিটি 6100+ চিপসেট অফার করা।

RAM এবং স্টোরেজ: গ্রাহকরা এই ফোনে 8GB LPDDR4x RAM এবং 128GB স্টোরেজ দেওয়া।

ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে নতুন গ্যালাক্সি ফোনটি 50MP প্রাইমারি সেন্সর, 5MP আল্ট্রা ওয়াইড সেন্সর এবং 2MP ম্যাক্রো ক্যামেরা সহ আসে। ফোনটি সেলফি তোলার জন্য 13MP সেলফি ক্যামেরা অফার করে।

ব্যাটারি: পাওয়ার দিতে স্যামসাং ফোনে 6000mAh ব্যাটারি এবং 25W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া।

আরও পড়ুন: Jio Cheapest Plan: মাত্র 75 টাকার সস্তা প্ল্যানে 23 দিন পর্যন্ত আনলিমিটেড কলিং এবং ফ্রি ডেটা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :