5G স্মার্টফোন কিনবেন ভাবছেন? অ্যামাজনে দুর্দান্ত ছাড়ে কিনে নিন ফ্ল্যাগশিপ ও বাজেট ফোন
এখন ই- কমার্স সাইট অ্যামাজনে চলছে “Extra Happiness Days”
পাওয়া যাচ্ছে বিভিন্ন প্রোডাক্টের ওপর দুর্দান্ত ডিসকাউন্ট
বিভিন্ন লেটেস্ট ফিচার সমেত সেরা স্মার্টফোনের ডিল পাওয়া যাচ্ছে
অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল এখনও চালু রয়েছে। এখন ই- কমার্স সাইট অ্যামাজনে চলছে “Extra Happiness Days” । যা গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের একটি অংশ। পাওয়া যাচ্ছে বিভিন্ন প্রোডাক্টের ওপর দুর্দান্ত ডিসকাউন্ট।
সেলে দেওয়া হচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক, সিটি ব্যাঙ্ক, অ্যামাজন পে আইসিআইসিআই এবং Induslnd ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিড কার্ড দিয়ে কেনাকাটা করলে 10% ডিসকাউন্ট। এছাড়া রয়েছে অ্যামাজন পে ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে 10% ক্যাশব্যাকের সুযোগ।সেইসঙ্গে রয়েছে ফ্রি ডেলিভারির সুবিধা।
আপনি যদি একাধিক লেটেস্ট ফিচার সমেত- যেমন হাই রিফ্রেশ রেট, মাল্টি ক্যামেরা সেন্সর, ভালো ব্যাটারি লাইফ এবং ফাস্ট চার্জের সাপোর্ট সমেত স্মার্টফোন কিনতে চান, তবে অ্যামাজন দিচ্ছে আপনাকে আজ সেই সুযোগ। চটজলদি দেখে নিন আজকের সেরা সব স্মার্টফোনের ডিল।
Xiaomi Mi 10i 5G
এই স্মার্টফোন আসছে 108MP রিয়ার ক্যামেরার সাথে। এতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G অক্টা-কোর চিপসেট, 8nm প্রসেসরের সাথে। এই ডিভাইস সাপোর্ট করে 5G কানেক্টিভিটি এবং আসছে 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লের সাথে। এতে রয়েছে 4,820 mAh ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জের সুবিধা। অ্যামাজনে এই ফোন এখন কেনা যাবে 21,999 তাকায়। আসল দাম রয়েছে 24,999 টাকা। ইএমআই শুরু হচ্ছে 1,036 টাকা থেকে। এছাড়া রয়েছে 15,350 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। পাওয়া যাবে আটলান্টিক নীল, মিডনাইট নীল এবং প্যাসিফিক সানরাইজ কালার অপশনে। অ্যামাজন থেকে কিনতে পারেন।
OnePlus 9R 5G
এই ডিভাইস পাওয়া যাবে কার্বন ব্ল্যাক এবং লেক নীল কালার অপশনে। এতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 5G চিপসেট। সঙ্গে রয়েছে কোয়ালকম ক্রেয়ো 585 সিপিইউ। এই ফোন আসছে 48MP+16MP+5MP+2MP সেন্সরের সঙ্গে। এই ডিভাইসে রয়েছে অ্যামোলয়েড ডিসপ্লে এবং 120Hz রিফ্রেশ রেটের স্ক্রিন। এই স্মার্টফোন আসছে 65W ফাস্ট চার্জের সাপোর্ট সমেত। অ্যামাজনে OnePlus 9R 5G মডেল কেনা যাচ্ছে 36,999 টাকায়। আসল দাম রয়েছে 39,999 টাকা। ইএমআই শুরু হচ্ছে 1,742 টাকা থেকে। পাওয়া যাচ্ছে 18,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। অ্যামাজন থেকে কিনতে পারেন।
Samsung Galaxy S20 FE 5G
এই ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 অক্টা-কোর প্রসেসর। এতে রয়েছে 12MP+8MP+12MP ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ডিভাইস আসছে 32MP ফ্রন্ট ক্যামেরাসমেত, যাতে রয়েছে f/2.2 অ্যাপারেচার। এই স্মার্টফোনে রয়েছে সুপার অ্যামোলয়েড ডিসপ্লে এবং 120Hz রিফ্রেশ রেটের স্ক্রিন। এই ডিভাইস আসছে ওয়্যারলেস এবং ফাস্ট চার্জের সাপোর্ট সমেত। অ্যামাজনে এই ডিভাইস কেনা যাবে 39,990 টাকায়। আসল দাম রয়েছে 74,999 টাকা। দেওয়া হচ্ছে 35,009 টাকার ছাড়। অ্যামাজন থেকে কিনতে পারেন।
Apple iPhone 11
এই স্মার্টফোন আসছে অ্যাপেলের নিজস্ব A13 বায়োনিক চিপসেটের সাথে। এতে রয়েছে 6.1 ইঞ্চির লিকুইড রেটিনা হাই ডেফিনেশন এলসিডি ডিসপ্লে। iPhone 11 ডিভাইস আসছে ওয়াটার এবং ডার্ট রেজিস্টেন্স ফিচার সমেত। এতে রয়েছে 12MP ডুয়াল রিয়ার ক্যামেরা এবং 12MP ডেপথ ক্যামেরা। অ্যামাজনে এই ডিভাইস কেনা যাবে 40,999 টাকায়। আসল দাম রয়েছে 49,990 টাকা। অ্যামাজন থেকে কিনতে পারেন।
OnePlus Nord 2 5G
এই স্মার্টফোন আসছে মিডিয়াটেক ডাইমেনসিটি 1200 –AI অক্টা- কোর প্রসেসর সমেত। এতে রয়েছে 6.43 ইঞ্চির 90Hz রিফ্রেশ রেটের অ্যামোলয়েড ডিসপ্লে। এই ডিভাইস আসছে 4,500 mAh ব্যাটারি সমেত। এতে রয়েছে 32MP ফ্রন্ট সেলফি ক্যামেরা। এছাড়া রিয়ার অংশে রয়েছে Sony IMX 766 50MP সেন্সর। অ্যামাজনে এই ডিভাইসের দাম রয়েছে 34,999 টাকা। ইএমআই শুরু হচ্ছে 1,648 টাকা থেকে। পাওয়া যাচ্ছে 16,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। অ্যামাজন থেকে কিনতে পারেন।