জুলাই সবে মাত্রই শুরু হয়েছে। আর এই মাসেরই প্রথম সপ্তাহে ধামাকা দিয়ে লঞ্চ হবে একের পর এক ফোন। বিভিন্ন কোম্পানির একাধিক 5G স্মার্টফোন বাজারে কাঁপাতে আসছে জলদিই।
তালিকায় আছে Samsung, OnePlus, IQOO। দাম কম বেশি 20,000 থেকে 40,000 -এর মধ্যেই। পেয়ে যাবেন দুর্দান্ত সব ফিচার।
এর মধ্যে কোনও ফোন বেছে কিন্তু চাইলে দেখুন কবে কোনটা আসছে, আর দামই বা কত? থাকবে কোন ফিচার?
এই ফোনটি আগামী 7 জুলাই লঞ্চ করবে। লঞ্চের আগেই খোদ Samsung -এর তরফ এই ফোনের একাধিক ফিচার প্রকাশ্যে আনা হয়েছে। জানানো হয়েছে এই ফোনে 120 Hz রিফ্রেশ রেট সহ 6000 mAh ব্যাটারি থাকবে।
50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা রয়েছে এই হবে। 6.6 ইঞ্চির একটি Full HD+ AMOLED ডিসপ্লে পেয়ে যাবেন গ্রাহকরা এখানে। MediaTek Dimensity 1080 প্রসেসরের সাহায্যে চলে এটি।
আশা করা হচ্ছে এই ফোনের দাম 20,000 টাকার মধ্যেই হবে। অর্থাৎ এটি একটি বাজেট ফোন হিসেবে লঞ্চ করবে।
OnePlus -এর তরফে আগামী 5 জুলাই OnePlus Nord CE 3, Nord 3 লঞ্চ করা হবে। ফাঁস হওয়া তথ্য থেকে জানা গিয়েছে এই OnePlus Nord 3 ফোনটিতে থাকবে 1.5K রেজোলিউশন, 120 Hz রিফ্রেশ রেট সহ একটি 6.74 ইঞ্চির AMOLED ডিসপ্লে। এখানে MediaTek Dimensity 9000 প্রসেসর আছে।
এছাড়া এখানে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে বলেই জানা গিয়েছে। প্রাইমারি ক্যামেরায় 50 মেগাপিক্সেলের একটি সেন্সর দেখা যাবে, সঙ্গে 8 এবং 2 মেগাপিক্সেলের আরও দুটি সেন্সর থাকবে। ফ্রন্ট ক্যামেরায় পেয়ে যাবেন 16 মেগাপিক্সেল একটি সেন্সর।
এটি পরিচালিত হবে অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে। 80W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি রয়েছে এখানে। এই ফোনের দাম 30,000 টাকার মধ্যেই হবে বলে অনুমান করা হচ্ছে।
অন্যদিকে OnePlus Nord CE 3 ফোনটিতে 80W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি থাকবে। সঙ্গে এখানে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে। 6.7 ইঞ্চির একটি Full HD+ AMOLED ডিসপ্লে দেখা যেতে পারে।
এই ফোনটি আগামী 6 জুলাই লঞ্চ করবে। এখানে 1 TB ইন্টারনাল স্টোরেজ থাকবে বলেই অনুমান করা হচ্ছে। কোম্পানির তরফে জানানো হয়েছে 2,50,000 ছবি এখানে স্টোর করে রাখা যাবে। 120 HZ রিফ্রেশ রেট সহ একটি কার্ভড ডিসপ্লে দেখা যাবে এই হবে।
Realme Narzo 60 5G ফোনটিতে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী 6.43 ইঞ্চির একটি Full HD+ AMOLED ডিসপ্লে দেখা যেতে পারে। এখানে 90 HZ রিফ্রেশ রেট উপলব্ধ হবে। MediaTek Dimensity 6020 প্রসেসরের সাহায্যে চলবে এটি।
ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে এই ফোনে যেখানে প্রাইমারি ক্যামেরায় থাকবে 64 মেগাপিক্সেলের একটি সেন্সর। 33W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি পেয়ে যাবেন এখানে।
এই ফোনটি আগামী 4 জুলাই লঞ্চ ও। এখানে 6.78 ইঞ্চির একটি Full HD+ AMOLED ডিসপ্লে থাকবে। 120 Hz রিফ্রেশ রেট পাওয়া যেতে পারে এখানে।
Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসরের সাহায্যে চলে এই ফোন। 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে এই ফোনে। 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা আছে এখানে।
120W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি পেয়ে যাবেন। এটির দাম দেশের বাজারে 40,000 টাকার মধ্যেই হবে।