digit zero1 awards

5G in india: iPhone-এ চালু হল 5G সুবিধা, Jio-Airtel ইউজার কীভাবে এক্টিভ করবেন এই পরিষেবা

5G in india: iPhone-এ চালু হল 5G সুবিধা, Jio-Airtel ইউজার কীভাবে এক্টিভ করবেন এই পরিষেবা
HIGHLIGHTS

Apple মঙ্গলবার ঘোষণা করেছে যে ভারতে নতুন iPhone 14, iPhone 13, iPhone SE এবং iPhone 12 ফোনগুলিতে 5G সেলুলার সাপোর্ট দেওয়া হবে

2020 বা তার পরে লঞ্চ হওয়া সমস্ত আইফোনে 5G ব্যবহার করা যেতে পারে

Jio এবং Airtel দেশের প্রায় 50টি শহরে রোলআউট করে দেওয়া হয়েছে

ভারতে 5G পরিষেবা শুরু হতে চলেছে, পাশাপাশি মোবাইল সংস্থারা তাদের 5G সাপোর্ট ডিভাইসের লিস্টও প্রকাশ করছে। এবার Apple মঙ্গলবার ঘোষণা করেছে যে ভারতে নতুন iPhone 14, iPhone 13, iPhone SE এবং iPhone 12 ফোনগুলিতে 5G সেলুলার সাপোর্ট দেওয়া হবে।

ভারতে iPhone ইউজাররা এখন নতুন ভার্সন iOS 16.2 সফ্টওয়্যার আপডেটের এর পাশাপাশি 5G নেটওয়ার্কের সুবিধা পেতে চলেছে। সংস্থা জানিয়েছে যে আইফোন ইউজার যারা Jio SIM এবং Airtel SIM ব্যবহার করে, তারা 13 ডিসেম্বর রাত 11:30 টা থেকে 5G নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন। এছাড়া গ্রাহকরা সেই সমস্ত এলাকায় 5G সুবিধা নিতে পারবেন যেখানে কভারেজ পাওয়া যায়। 2020 বা তার পরে লঞ্চ হওয়া সমস্ত আইফোনে 5G ব্যবহার করা যেতে পারে।

50টি শহরে চালু করা হয়েছে 5G নেটওয়ার্ক

বলে দি যে 1 অক্টোবর থেকে ভারতে 5G পরিষেবা শুরু হয়েছে। Jio এবং Airtel দেশের প্রায় 50টি শহরে রোলআউট করে দেওয়া হয়েছে। অর্থাৎ আইফোন গ্রাহকরা এখন 5G নেটওয়ার্ক সহ এলাকাগুলিতে 5G সুবিধা ব্যবহার করতে পারবেন। আইফোনের iPhone 12, iPhone 13 এবং iPhone 14-এর সাথে iPhone SE এর সাথেও হাই স্পিডের ইন্টারনেট সার্ভিসও পাওয়া যাবে।

Iphone 5G support

এই আইফোনগুলিতে 5G কানেক্টিভিটি পাওয়া যাবে

iPhone 14 Pro Plus
iPhone 14 Pro 
iPhone 14 Plus
iPhone 14 
iPhone 13 Pro Max 
iPhone 13 Pro
iPhone 13 
iPhone 13 mini
iPhone 12 Pro Max 
iPhone 12 Pro 
iPhone 12 
iPhone 12 mini 
iPhone SE (2022)

কীভাবে এক্টিভেট করবেন 5G নেটওয়ার্ক (How to activate 5G Network in iPhones)

আপনি যদি Jio বা Airtel ইউজার হন এবং আপনার শহরে 5G চালু হয়ে গিয়েছে, তবে আপনিও 5G সুবিধা পেতে পারেন। 5G এক্টিভেট করতে আপনাকে আপনার আইফোনের সেটিংয়ে যেতে হবে এবং এখান থেকে সাধারণ সেটিংসে যেতে হবে। এখান থেকে সফ্টওয়্যার আপডেটে ক্লিক করতে হবে এবং যদি আপনার আইফোনে iOS 16.2 আপডেট এসে থাকে তবে ডাউনলোড এর অপশন দেখা যাবে।

নতুন আপডেটের পরে, আপনি একটি নতুন 5G স্ট্যাটাস আইকন পাবেন। অর্থাৎ, এখন আপনার iPhone 5G ইন্টারনেটের জন্য প্রস্তুত।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo