Vivo V50e launch timeline specifications price leaked
Vivo কোম্পানি 2024 সালে সেপ্টেম্বর মাসে Vivo V40e 5G ফোন ভারতে লঞ্চ করেছিল। ভিভো ভি40ই ফোনটি 50MP সেলফি ক্যামেরা সহ আসে। এই মিড বাজেট স্মার্টফোনটি এখন 3 হাজার টাকার বেশি ছাড়ের সাথে বিক্রি হচ্ছে। ফোনে কোনো স্পেশাল ব্যাঙ্ক ক্রেডিট কার্ড প্রয়োজন হবে না।
ভিভো ভি40ই ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেলটি 28,999 টাকা দামে লঞ্চ হয়েছিল। এবং পোনের 256 জিবি স্টোরেজ মডেলটি 30,999 টাকায় আনা হয়েছিল। কিন্তু এখন 128 জিবি মডেলটি 26,999 টাকায় বিক্রি হচ্ছে। যার মানে 128 জিবি মডেলে 2000 টাকার ছাড় পাওয়া যাবে। এছাড়া, 256 জিবি স্টোরেজ মডেলটি Amazon সাইটে 27,260 টাকায় কেনা যাবে। যার মানে এই মডেলটি 3739 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: Jio গ্রাহকদের বড় ধাক্কা, চুপিসারে বন্ধ করে দিল তিনটি সস্তা ভ্যালু রিচার্জ প্ল্যান
বলে দি যে ফোনটি কোনো ব্যাঙ্ক অফার ছাড়াই এই দামে কেনা যাবে। এই দামে ভিভো ফোনটি অনলাইন সাইট Amazon থেকে সস্তায় কিনতে পারবেন।
ডিসপ্লে: ভিভো ভি40ই স্মার্টফোনটি 6.77-ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে সাপোর্ট করে। এটি 120Hz রিফ্রেশ রেট সহ 1300 নিটস ব্রাইটনেস অফার করে।
প্রসেসর: ভিভো ভি40ই ফোনটি পারফরম্যান্সের ক্ষেত্রে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 অক্টাকোর প্রসেসরে কাজ করে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ভিভো ফোনে 50MP সেলফি ক্যামেরা সাপোর্ট দেওয়া। ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা অফার করা হয়েছে, যা 50MP সোনি IMX882 প্রাইমারি সেন্সর এবং 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স সহ পেয়ার করা।
ব্যাটারি: পাওয়ার দিতে ভিভো ফোনে 5500mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। বড় ব্যাটারি চার্জ করতে 80W ফাস্ট চার্জিং দেওয়া।
আরও পড়ুন: 6000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে Nothing Phone 2a Plus, জানুন নতুন দাম কত এবং কোথায় পাবেন এই দামে