OnePlus 12R Sale: 50MP ক্যামেরা সহ ওয়ানপ্লাস ফোনের আজ বাম্পার সেল, 4000 টাকা সস্তায় কেনার সুযোগ

OnePlus 12R Sale: 50MP ক্যামেরা সহ ওয়ানপ্লাস ফোনের আজ বাম্পার সেল, 4000 টাকা সস্তায় কেনার সুযোগ
HIGHLIGHTS

OnePlus 12R ফোনের বিক্রি আজ দুপুর 12টায় শুরু হবে

ওয়ানপ্লাস 12R ফোনটি 39,999 টাকার শুরুর দামে লঞ্চ করা হয়েছে

ওয়ানপ্লাস 12R ফোনে Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর অফার করা হয়েছে।

OnePlus সম্প্রতি ভারতে তার প্রিমিয়াম স্মার্টফোন OnePlus 12 Series লঞ্চ করেছিল। এই সিরিজে দুটি ডিভাইস ওয়ানপ্লাস 12 এবং ওয়ানপ্লাস 12R আনা হয়েছে। আজ ভারতে OnePlus 12R স্মার্টফোনের দ্বিতীয় সেল শুরু হতে চলেছে। বলে দি যে এর আগে 6 ফেব্রুয়ারি ভারতে এই ফোনের প্রথম বিক্রি লাইভ হয়েছিল।

ওয়ানপ্লাস 12R ফোনের সেল কখন হবে শুরু

ওয়ানপ্লাসের এই ফোনের বিক্রি আজ দুপুর 12টায় শুরু হবে। এই স্মার্টফোনটি অনলাইন শপিং সাইট Amazon থেকে কেনা যাবে।

আরও পড়ুন: iPhone 15 Discount: ভ্যালেন্টাইনস ডে-র আগে ব্যাপক ছাড়, 13000 টাকা সস্তায় কেনার সুযোগ

OnePlus 12R দাম এবং ব্যাঙ্ক অফার

  • ওয়ানপ্লাস 12R ফোনটি 39,999 টাকার শুরুর দামে লঞ্চ করা হয়েছে। এছাড়া, কোম্পানি ফোনের 16GB RAM এবং 256GB স্টোরেজ মডেলটি 45,999 টাকায় বাজারে আনা হয়েছে।
  • ওয়ানপ্লাস কোম্পানি আজ সেলে এই ফোনটি মাত্র 38,999 টাকায় কেনার সুযোগ দিচ্ছে। গ্রাহকরা ICICI ব্যাঙ্ক এবং OneCard ব্যাঙ্কের সাথে ফোনে 1000 টাকার ছাড় পেতে পারেন।
  • এই ফোনটি এক্সচেঞ্জ অফার দিয়েও কেনা যাবে। ফোনে 4000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট পাওয়া যাবে।

OnePlus 12R এর স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস 12R ফোনে ডিসপ্লেতে 2780 x 1264 রেজোলিউশন সহ একটি 6.78-ইঞ্চি AMOLED স্ক্রিন রয়েছে। ফোনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট পাওয়া যাবে।

ফোনের ডিসপ্লেতে ডলবি ভিসন, HDR10+ সাপোর্ট করে। এটি 4500 নিট পর্যন্ত ব্রাইটনেস অফার করে।

পারফরম্যান্সের জন্য ওয়ানপ্লাস 12R ফোনে Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর অফার করা হয়েছে।

OnePlus 12R Sale in India
ওয়ানপ্লাস 12R ফোনে Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর অফার করা হয়েছে

স্মার্টফোনটি 16 জিবি পর্যন্ত RAM এবং 256 জিবি পর্যন্ত স্টোরেজ সহ কেনা যাবে।

ফটোগ্রাফির ক্ষেত্রে স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এতে প্রাইমারি সেন্সর হিসেবে 50 মেগাপিক্সেলের Sony IMX890 দেওয়া হয়েছে। এছাড়া ফোনে 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা পাওয়া যাবে। সেলফি তোলার জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট সেন্সর দেওয়া।

স্মার্টফোনে পাওয়ার দিতে 5500mAh ব্যাটারি পাওয়া যাবে। এটি 100W SuperVOOC চার্জি সাপোর্ট সহ আসে। কোম্পানির দাবি যে ফোনটি মাত্র 26 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে।

আরও পড়ুন: Vivo Y200e 5G India Launch: লঞ্চের আগে ভিভো ফোনের ভারতীয় দাম, স্পেসিফিকেশন ফাঁস!

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo