Last Day Offer! 11 হাজার টাকার কমে কিনুন 5G স্মার্টফোন, 50MP AI ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি সহ নতুন Realme ফোন সস্তায় কেনার আজ শেষ সুযোগ

Last Day Offer! 11 হাজার টাকার কমে কিনুন 5G স্মার্টফোন, 50MP AI ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি সহ নতুন Realme ফোন সস্তায় কেনার আজ শেষ সুযোগ
HIGHLIGHTS

Realme Narzo N65 5G ফোনটি 11,499 টাকার শুরুর দামে লঞ্চ করা হয়েছে

এখন কোম্পানি এই ফোনে 1000 টাকার কুপন অফার দিচ্ছে রিয়েলমি

এই অফারটি আজ 31 মে রাত 11.59 পর্যন্ত পাওয়া যাবে

10,000 টাকা থেকে 11,000 টাকার বাজেটে একটি নতুন ফোন কেনার কথা ভাবছেন, তবে Realme দিচ্ছে আপনাকে দারুন সুযোগ। আসলে, এই দামে সম্প্রতি Realme Narzo N65 5G ফোন লঞ্চ করা হয়েছে। আজ এই ফোনটি আরও সস্তায় কেনার শেষ সুযোগ দিচ্ছে রিয়েলমি। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি এন৬৫ ৫জি ফোনটি কত টাকা সস্তায় কেনা যাবে।

Realme Narzo N65 5G ফোনের দাম কত

রিয়েলমি নারজো এন৬৫ ৫জি ফোনটি 11,499 টাকার শুরুর দামে লঞ্চ করা হয়েছে। এই দামে ফোনের 4GB RAM+128GB স্টোরেজ অপশন কেনা যাবে। এছাড়া 12,499 টাকায় ফোনের 6GB+128GB অপশন আনা হয়েছিল। তবে এখন কোম্পানি এই ফোনে 1000 টাকার কুপন অফার দিচ্ছে। যার পরে ফোনে দুটি মডেলের দাম 10,499 টাকা এবং 11,499 টাকা হয়ে যাবে।

আরও পড়ুন: Smartphone Discount under 10000: মাত্র 6749 টাকায় বিক্রি হচ্ছে 256GB স্টোরেজ সহ দুর্দান্ত ফোন, জানুন কোথায় পাবেন অফার

বলে দি যে এই অফারটি আজ 31 মে রাত 11.59 পর্যন্ত পাওয়া যাবে। আজ রাত 12টায় ফোনের সেল শেষ হয়ে যাবে। রিয়েলমির এই ফোনটি অ্যাম্বার গোল্ড এবং ডিপ গ্রিন কালার অপশনে কেনা যেতে পারে।

Narzo N65 ফোনে কী স্পেসিফিকেশন এবং ফিচার রয়েছে

ডিসপ্লে: রিয়েলমি নারজো এ৬৫ ৫জি ফোনটি 6.67 HD+ স্ক্রিন রয়েছে। এটি 120Hz রিফ্রেশ রেট এবং 500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

Realme Narzo N65 5G
Realme Narzo N65 5G

প্রসেসর: রিয়েলমি ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 5G চিপসেট সহ আনা হয়েছে।

RAM এবং স্টোরেজ: ফোনে 6GB পর্যন্ত RAM এবং 128GB স্টোরেজ পাওয়া যাবে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য নতুন রিয়েলমি ফোন 50MP প্রাইমারি ক্যামেরা সহ আনা হয়েছে। ফোনের 8MP সেলফি সেন্সরও পাওয়া যাবে।

ব্যাটারি: পাওয়ার দিতে রিয়েলমি ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে, যা 15W ফাস্ট চার্জি সহ আসে।

আরও পড়ুন: Realme GT 6 India Launch: ভারতে এই দিন লঞ্চ হবে রিয়েলমির ফ্ল্যাগশিপ কিলার ফোন, জানুন কী থাকবে বিশেষ

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo