Amazon আবার Flagship ফোনের উপর ফাটাফাটি সেল নিয়ে এসেছে। এবার এই E-commerce সাইটের তরফে ফাটাফাটি ছাড় আনা হয়েছে Xiaomi 12 Pro -এর উপর। 2022 এর ডিসেম্বরে লঞ্চ করেছিল এই ফোনটি। এখানে প্রিমিয়াম কোয়ালিটির সমস্ত ফিচার আছে। এখন এই Flagship কেনা আরও সহজ হয়ে গিয়েছে। এই E-commerce সাইটের তরফে এখন 34% ছাড় অফার করা হচ্ছে এই ফোনের উপর। সঙ্গে আছে এক্সচেঞ্জ অফার এবং একাধিক ব্যাংক অফার। Xiaomi 12 Pro যখন দেশে লঞ্চ করেছিল তখন এটির দাম ছিল 79,999 টাকা। তাই আপনি যদি এখন এই ফোন কিনতে চান এই সুযোগ হাতছাড়া করবেন না। দেখুন Amazon- এ এখন এই ফোনের উপর কত ছাড় মিলছে।
Amazon -এর তরফে 34% ছাড় দেওয়া হচ্ছে Xiaomi 12 Pro ফোনটির উপর। অর্থাৎ এখানে আপনি একবারে 27,000 টাকার ছাড় পাচ্ছেন। ফলে 79,999 টাকার ফোনটির দাম কমে সেক্ষেত্রে হচ্ছে 52,999 টাকা। এছাড়া গ্রাহকরা এক্সচেঞ্জ অফার পেয়ে যাবেন এই ফোনে। আপনি আপনার পুরনো ফোন বদলে এই নতুন ফোন কিনলে পাবেন 21,750 টাকার ছাড়। তবে এটা পাওয়ার জন্য আপনার ফোনের অবস্থা ভাল হতে হবে। তবেই আপনি এই পুরো টাকাটা পাবেন। এছাড়া এই ফোনের উপর বেশ কিছু ব্যাংক অফার আছে। HDFC ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে কিনলে পাবেন 3,000 টাকার ছাড়। একই সঙ্গে স্ট্যান্ডার্ড ব্যাংকের গ্রাহকরা ক্রেডিট কার্ড ব্যবহার করলে 7.5% ছাড় পাবেন 1,500 টাকা পর্যন্ত। HSBC ব্যাংকের গ্রাহকরা পাবেন 250 টাকার ক্যাশব্যাক। ফলে এক্সচেঞ্জের পুরো টাকা সহ অন্যান্য অফার যদি আপনি পান তাহলে Xiaomi 12 Pro ফোনটি এখন আপনি 29,749 টাকা দিয়ে কিনতে পারবেন। সেক্ষেত্রে আপনি এই ফোনের উপর মোট 50,250 টাকা ছাড় পাবেন Amazon -এর থেকে।
1. Xiaomi 12 Pro ফোনটিতে আছে 6.73 ইঞ্চির একটি LTPO AMOLED ডিসপ্লে। এখানে গ্রাহকরা 1440X3200 পিক্সেলের রেজোলিউশন পাবেন। সঙ্গে মিলবে 120 HZ রিফ্রেশ রেট, HDR 10+ এর সুবিধা। থাকবে Dolby Vision-ও।
2. এখানে আছে Snapdragon 8 Gen 1 প্রসেসর। 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ মিলবে এই ফোনে।
3. এই ফোনে আছে ট্রিপল রিয়ার ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ 50 মেগাপিক্সেলের এবং 5 মেগাপিক্সেলের আরও দুটি ক্যামেরা। এখানে 32 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে।
4. 120W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 4600 mAh ব্যাটারি আছে এই ফোনে। 50W ওয়্যারলেস চার্জিং এর সুবিধা আছে এখানে।