Samsung Galaxy F05 under rs 7000
Samsung Galaxy F05 একটি এন্ট্রি লেভেল স্মার্টফোন যা সম্প্রতি ভারতে লঞ্চ করা হয়েছে। নতুন স্যামসাং গ্যালাক্সি এফ05 ফোনটি আজ 20 সেপ্টেম্বর বিকেল 7টায় Flipkart থেকে বিক্রি করা হবে। শুধু তাই নয়, এই স্মার্টফোনে প্রথম সেলে একাধিক অফারও পাওয়া যাবে। আসুন জেনে নেওয়া যাক এতে স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে।
স্যামসাং এর গ্যালাক্সি এফ05 লেটেস্ট স্মার্টফোনের 4GB/64GB ভ্যারিয়্যান্টের দাম 7999 টাকা রাখা হয়েছে। ফোনটি Twilight Blue রঙে কেনা যাবে।
আরও পড়ুন: 24GB RAM সহ আসবে Oneplus 13 ফোন, থাকতে পারে 6000mAh ব্যাটারি
প্রথম সেলে গ্রাহকরা একাধিক অফার পাবেন। Flipkart Axis Bank কার্ড দিয়ে পেমেন্টে করলে 5 শতাংশ ক্যাশব্যাক দেওয়া হবে।
ডিসপ্লে: গ্যালাক্সি এফ05 ফোনে 6.7-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া। এতে সেলফি শুটারের জন্য ওয়াটারড্রপ নচ রয়েছে।
প্রসেসর: লেটেস্ট গ্যালাক্সি এফ05 ফোনটি মিডিয়াটেক হেলিও G85 চিপসেটে কাজ করে।
RAM এবং স্টোরেজ: নতুন স্যামসাং ফোনটি 4GB RAM+64GB স্টোরেজ সহ আনা হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP ডেপথ ক্যামেরা সাপোর্ট করে। সেলফি এবং ভিডিওর জন্য ফ্রন্টে 8MP ফ্রন্ট শুটার রয়েছে।
ব্যাটারি: পাওয়ার দিতে ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে যা 25W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।