টেকনো 22 নভেম্বর তার সস্তা স্মার্টফোন Tecno POP 9 ভারতে লঞ্চ করা হয়েছে। টেকনো পপ 9 ফোনের সেল আজ শুরু হয়ে গেছে। 5000mAh ব্যাটারি সহ টেকনো পপ 9 ফোনটি মাত্র 6499 টাকা দামে কেনা যাবে। বলে দি যে এটি ভারতের প্রথম মিডিয়াটেক ডাইমেনসিটি জি50 চিপ সহ আসা স্মার্টফোন।
ফিচার হিসেবে টেকনো পপ 9 ফোনে 5000mAh ব্যাটারি, 6GB পর্যন্ত RAM মতো ফিচার দেওয়া। আসুন জেনে নেওয়া যাক টেকনো ফোনের দাম এবং ফিচার কী রয়েছে।
টেকনো পপ 9 স্মার্টফোনটি মাত্র 6499 টাকায় কেনা যাবে। বলে দি যে ফোনটি এই দামে অফারের পর কেনা যাবে। কোম্পানি এতে 200 টাকার কুপন ডিসকাউন্ট অফার করছে। যার মানে ফোনটি 6699 টাকায় লঞ্চ করা হয়েছিল। ফোনের বিক্রি অনলাইন সাইট Amazon থেকে করা হচ্ছে।
গ্রাহকরা এই দামে টেকনো পপ 9 ফোনের 3GB RAM এবং 64GB স্টোরেজ পাওয়া যাবে। এতে 3 জিবি ভার্চুয়াল RAM ও রয়েছে। যার মানে এই ফোনে মোট 6 জিবি পর্যন্ত RAM পাওয়া যাবে। এছাড়া ফোনে 1 টিবি পর্যন্ত স্টোরেজ দেওয়া।
ডিসপ্লে: টেকনো পপ 9 ফোনে 6.67-ইঞ্চি HD+ ডিসপ্লে দেওয়া। এতে 90Hz রিফ্রেশ রেট, 1600X720 পিক্সেল রেজোলিউশন পাওয়া যাবে।
প্রসেসর: ফোনটি মিডিয়াটেক হেলিও জি50 চিপসেটে কাজ করে। বলে দি যে এই প্রসেসর সহ আসা এটি প্রথম স্মার্টফোন।
ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে ফোনের পিছনে LED ফ্ল্যাশ সহ 13MP রিয়ার ক্যামেরা দেওয়া। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 8MP ফ্রন্ট সেন্সর পাওয়া যাবে।
ব্যাটারি: পাওয়ার দিতে টেকনো ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া।