5000mAh ব্যাটারি সহ Realme এর এই সস্তা স্মার্টফোন মাত্র 6498 টাকায় কেনার সুযোগ, লাগবে না আর কোনো অফার

Updated on 22-Dec-2024
HIGHLIGHTS

Amazon সাইট Christmas এর আগে একগুচ্ছ স্মার্টফোনে ডিল এবং ডিসকাউন্ট দেওয়া হচ্ছে

Realme Narzo N61 ফোনটি Unisoc T612 প্রসেসরে কাজ করে।

ছাড়ের পর গ্রাহকরা রিয়েলমি নারজো এন61 ফোনটি 7 হাজার টাকার কম দামে কিনতে পাবেন

আপনি যদি সস্তায় একটি নতুন স্মার্টফোন কিনতে চান, তবে এটাই সুযোগ। কারণ Amazon সাইট Christmas এর আগে একগুচ্ছ স্মার্টফোনে ডিল এবং ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এখানে আমরা Realme ফোনে পাওয়া ডিল সম্পর্কে বলবো। ছাড়ের পর গ্রাহকরা এই ফোনটি 7 হাজার টাকার কম দামে কিনতে পাবেন। আসুন জেনে নেওয়া রিয়েলমি ফোনের ডিল সম্পর্কে।

Realme Narzo N61 ফোনের নতুন দাম কত ভারতে

আসলে রিয়েলমি নারজো এন61 ফোনটি দুর্দান্ত ডিলে পাওয়া যাচ্ছে। এই স্মার্টফোনের 4GB+64GB মডেলটি অ্যামাজন সাইটে এখন 8,999 টাকার বদলে 7498 টাকায় লিস্ট করা হয়েছে। যার মানে গ্রাহকরা 17 শতাংশ সোজা ছাড়ে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: Jio vs Airtel: পুরো 90 দিন চলবে রিচার্জ প্ল্যান, 200 জিবি ডেটা এবং আনলিমিটেড 5G ডেটাও, 30 টাকা সস্তা এই কোম্পানির প্ল্যান

এছাড়া গ্রাহকরা 1000 টাকার কুপন ডিসকাউন্টের সুবিধা পাবেন। এই ছাড়ের পর ফোনের দাম কমে আরও 6498 টাকা হয় যাবে।

এছাড়া গ্রাহকরা পুরনো ফোনে 7100 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও দেওয়া হচ্ছে। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের অবস্থা এবং মডেলের উপর নির্ভর করবে।

রিয়েলমি নারজো এন61 স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ডিসপ্লে: রিয়েলমি নারজো এ61 ফোনে 6.74-ইঞ্চি HD+ LCD স্ক্রিন রয়েছে যার রিফ্রেশ রেট 90Hz এবং 560 নিটস পর্যন্ত ব্রাইটনেস লেভল সাপোর্ট করে। নারজো এন61 এর ডিসপ্লেতে রেনওয়াটার স্মার্ট টাচ টেকনোলজি সাপোর্ট করে, যা ভেজা হাতে ফোন ব্যবহার করা যাবে।

প্রসেসর: এটি Unisoc T612 প্রসেসরে কাজ করে। এটি 6GB পর্যন্ত RAM 128GB পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য রিয়েলমি নারজো এন61 ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়া। এতে 32MP প্রাইমারি সেন্সর এবং একটি সেকেন্ডারি সেন্সর রয়েছে। ফ্রন্টে 5MP সেন্সর পাওয়া যাবে।

ব্যাটারি: পাওয়ার দিতে রিয়েলমি ফোনটি 5000mAh ব্যাটারি সাপোর্ট করে।

আরও পড়ুন: 10000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে OnePlus 5G ফোন, 8GB এর দামে কিনুন 16GB RAM মডেল

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :