একসাথে 5টি ফোনের দাম কমিয়ে দিল Xiaomi, কোনটা হবে আপনার বাজেটে? দেখে নিন লিস্ট
Xiaomi -এর তরফে একসঙ্গে 5টা ফোনের দাম কমানো হয়েছে
Xiaomi 12 Pro ফোনটি এখন এক ধাক্কায় ব্যাপক সস্তা হয়েছে
অন্যদিকে Xiaomi 11 Lite NE 5G ফোনটির দামও এখন ভীষণ কমে গিয়েছে
আপনার যদি -এর মধ্যে ফোন কেনার, বলা ভাল Xiaomi- এর ফোন কেনার ইচ্ছা থাকে তাহলে এটা কিন্তু এখন সঠিক সময়। এই চিনা স্মার্টফোন কোম্পানির তরফে তাদের 5টি ফোনের দাম একসঙ্গে অনেকটাই কমানো হয়েছে। আপনি যদি জানত চান কোন ফোনের দাম কমানো হয়েছে, কী কী ফিচার আছে তাহলে এই প্রতিবেদন থেকে জেনে নিন সমস্ত খুঁটিনাটি।
Xiaomi 12 Pro
এই ফোনের দাম এক ধাক্কায় 10,000 টাকা কমানো হয়েছে। এই ফোনটি দুটি ভ্যারিয়েন্টে উপলব্ধ আছে, দুটো ফোনই এখন 10,000 টাকা সস্তা হয়েছে। এটি গত বছর লঞ্চ হয়েছে। বর্তমানে 8 GB RAM যুক্ত ফোনটির দাম 52,999 টাকা। অন্যদিকে 12 GB RAM যুক্ত ফোনটির দাম 54,999 টাকা। এটি গ্রাহকরা couture blue, noir black, opera mauve রঙে কেনা যাবে। এখানে আছে Snapdragon 8 Gen 1 প্রসেসর। এখানে সর্বোচ্চ 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ মিলবে। এখানে আছে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা। 120W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 4600 mAh ব্যাটারি আছে এখানে। সঙ্গে 50W ওয়্যারলেস এবং 10W রিভার্স চার্জিংয়ের সুবিধা মিলবে।
Xiaomi 11 Lite NE 5G
এই ফোনটি এখন 3,000 টাকা সস্তা হয়েছে। এটি 2021 সালে লঞ্চ হয়েছে। এটির 6 GB RAM ভার্সনটি 26,999 টাকা এবং 8 GB RAM মডেলটি 28,999 টাকায় কেনা যাবে। এটি গ্রাহকরা ডায়মন্ড ড্যাজেল, জ্যাজ ব্লু, টাস্কানি কোরাল, ভিনাইল ব্ল্যাক। এই ফোনটি পরিচালিত হয় Qualcomm Snapdragon 778G প্রসেসরের সাহায্যে। এখানে আছে 33W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 4250mAh ব্যাটারি।
Xiaomi 11i Hypercharge
এই ফোনে আছে 120W ফাস্ট চার্জিং এর সুবিধা। এই ফোনের দাম এখন 1,000 টাকা কমানো হয়েছে। এটিও দুটি ভ্যারিয়েন্টে উপলব্ধ আছে। 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম এখন 25,999 টাকা। এবং 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম 27,999 টাকা। এখানে আছে MediaTek Dimensity 920 প্রসেসর সহ 6.67 ইঞ্চির একটি Full HD+ ডিসপ্লে। এখানে আছে 120W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 4500mAh ব্যাটারি। মাত্র 15 মিনিটে 100% চার্জ হয়ে যেতে পারে এই ফোনের।
Redmi K50i
এই ফোনের দাম 2,000 টাকা কমানো হয়েছে। এটির 6 GB RAM মডেলটি এখন 23,999 টাকা এবং 8 GB RAM মডেলটি 26,999 টাকায় কেনা যাবে। এখানে আছে 6.6 ইঞ্চির একটি Full HD ডিসপ্লে। MediaTek Dimensity 8100 প্রসেসরের সাহায্যে এটি চলে এখানে আছে IP53 রেটিং। 67W ফাস্ট চার্জিং- এর সুবিধা সহ 5080mAh ব্যাটারি আছে এই ফোনে।
Redmi 11 Prime 5G
এই ফোনের দাম 1,000 টাকা কমেছে। এটির 6 GB RAM যুক্ত মোড এখন 12,999 টাকায় এবং 8 GB RAM যুক্ত মডেল 14,999 টাকায় কেনা যাবে। এটি ক্রোম সিলভার, থান্ডার ব্ল্যাক, মেডো গ্রিন রঙে উপলব্ধ আছে। MediaTek Dimensity 700 প্রসেসরের সাহায্যে এটি পরিচালিত হয়। এখানে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আছে সঙ্গে 18W ফাস্ট চার্জিং- এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি আছে।
Subhasmita Kanji
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile