Nokia 5 সিরিজ আগস্ট মাসের অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট করতে চলেছে

Nokia 5 সিরিজ আগস্ট মাসের অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট করতে চলেছে
HIGHLIGHTS

Nokia 5 আর Nokia 6ও Google Pixel পিক্সাল ডিজাইনের সঙ্গে সিরিজ করা হচ্ছে আর সঙ্গে আগস্টের সিকিউরিটি আপডেটও করা হচ্ছে

HMD Global এই বিষয়ে জোর দিয়েছে যে, তারা কিভাবে সফটওয়্যার সাপোর্ট দিচ্ছে। এবার Nokia 5 আর Nokia 6 সেদিন আগস্ট মাসের সিকিউরিটি আপডেট পাবে যেদিন Google Pixel আর অন্যান্য নেক্সাস ডিভাইস আগস্টের সিকিউরিটি আপডেট পাবে। এর সঙ্গে HMD Global এর চিফ প্রোডাক্ট অফিচার, Juho Sarvikas এ দেখানো হয়েছিল যে নোকিয়া Nokia 3 অ্যান্ড্রয়েড O’র আপডেট পাবে।

Suomimobiili.fi এর রিপোর্ট অনুসারে Nokia 5 আর Nokia 6 আগস্ট অ্যান্ড্রয়েড 2017 সিকিউরিটি ফেজ রিসিভ করবে। ফ্যাব্লিকেশানের শেয়ার করা একটি স্ক্রিনশট অনুসারে এই আপডেটটি 120.2MB’র হবে। আর এপ্নি যদি এখনও অব্দি এই নোটিফিকেশানটি না পান তবে আপনাকে এই স্টেপ ফলো করতে হবে। সেটিংস- আপডেট ফোন-সেইস্টেম আপডেট। এই সিকিউরিটিটি শুধু অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাট বেসড।

গত মাসে নোকিয়া ৬ কে পিক্সে আর নেক্সাস ডিভাইসের আগে জুলায়ের সিকিরিটি চেনে আপডেট করা হয়েছিল।

সোর্সঃ

 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo