HIGHLIGHTS
এই তালিকায় স্যামসং, অ্যাপেল আর সাওমির ফোন আছে রিসার্চ কোম্পানি Strategy Analytics একটি নতুন রিপোর্ট নিয়ে এসেছে, যাতে বলা হয়েছে যে যে (এপ্রিল, মে আর জুন) তিন মাসে 5টি স্মার্টফোন সারা পৃথিবীতে সবথেকে বেশি বিক্রি হয়েছে। এই তালিকায় স্যামসং, অ্যাপেল আর সাওমি ফোনের নাম আছে।
১। iPhone 7 এই তিনমাসে সারা বিশ্বে সবথেকে বেশি বিক্রি হওয়া ফোন গুলির মধ্যে একটি। iPhone 7 এর 1কোটি 69 লাখ ইউনিট বিক্রি হয়েছে।
২। Xiaomi Redmi 4A ফোনটির 55 লাখ হ্যান্ডসেট বিক্রি হয়েছে।
৩। Samsung Galaxy S8 স্মার্টফোনটিও এই তালিকায় জায়গা করে নিয়েছে। স্যামসং তাদের এই হ্যান্ডসেটটির 1 কোটি 20 লাখ ইউনিট বিক্রি করেছে।
৪। iPhone 7 Plus ও এই তালিকায়র iPhone 7 এর সঙ্গে জায়গা করে নিয়েছে। সারা বিশ্বে এই তিন মাসে 1 কোটি 51 iPhone 7 Plus বিক্রি হয়েছে।
৫। Samsung Galaxy S8+ স্মার্টফোনটির কথা বলতে গেলে এই স্মার্টফোনটির 90 লাখ ডিভাইস বিক্রি হয়েছে।
সোর্সঃ
Latest Article 2025 সালে Jio এর আরেকটি বড় ধামাকা অফার, 2 বছর পর্যন্ত বিনামূল্যে মিলবে এই প্রিমিয়াম সুবিধা
Samsung Galaxy S25 Ultra vs Galaxy S24 Ultra 5 things you should expect
Samsung Galaxy S25 Ultra vs Galaxy S24 Ultra: কোন 5টি আপগ্রেড সহ আসবে আপকামিং গ্যালাক্সি এস25 আল্ট্রা, জানুন সমস্ত ডিটেল
top 6000mAh Battery smartphones Price under 16000 check list
6000mAh ব্যাটারি সহ এই 5 শক্তিশালী 5G স্মার্টফোন কিনুন 15000 টাকার বাজেটে, সবচেয়ে সস্তা 11,999 টাকার
Samsung Galaxy S25 Galaxy S25 Plus Galaxy S25 Ultra price leaked before 22 January launch
লঞ্চের আগে ফাঁস হল Samsung Galaxy S25 Series ফোনের দাম, OnePlus 13, iPhone 16 থেকে সস্তা হবে নাকি দামি, জানুন
Flipkart Sale 2025 announced and starts from 14 th jan
এসে গেল Flipkart Republic Day Sale 2025 এর তারিখ, দেদার ছাড়ে মিলবে স্মার্টফোন, ল্যাপটপ, টিভি
BSNL cheapest recharge plan under Rs 200 for 2025 year
2025 সালের BSNL এর 200 টাকার কম দামের সেরা রিচার্জ প্ল্যান, মিলবে ডেটা-কলিং, Jio-Airtel এর বাড়িয়ে দিল টেনশন
OnePlus 13 First sale today
OnePlus 13 ফোনে আজ ধামাকা অফার, প্রথম সেলে 12,000 টাকা সস্তায় কেনার সুযোগ
Redmi 14c 5g
প্রথম সেল আজ! 10 হাজারের কম দামে Redmi এর লেটেস্ট 5G ফোনের, রয়েছে 50MP ক্যামেরা এবং বড় ব্যাটারি
bsnl new plans 2025
BSNL এর সস্তা রিচার্জ প্ল্যানে চিন্তা বাড়ল Jio, Airtel এবং Vi এর, আজ রিচার্জ করালে 2026 পর্যন্ত লাগবে না আর কোনো খরচ
OPPO Reno 13 Pro 5G with 50MP selfie camera Launched Price in India Specs
OPPO Reno 13 Pro 5G ভারতে লঞ্চ, 50MP সেলফি ক্যামেরা, 12GB RAM এবং AIRVOOC ফাস্ট চার্জিং রয়েছে ফোনে, জানুন দাম কত