এই 5টি স্মার্টফোন গুলি হল 3 মাসে সব থেকে বেশি বিক্রিত ফোন

Updated on 21-Aug-2017
HIGHLIGHTS

এই তালিকায় স্যামসং, অ্যাপেল আর সাওমির ফোন আছে

রিসার্চ কোম্পানি Strategy Analytics একটি নতুন রিপোর্ট নিয়ে এসেছে, যাতে বলা হয়েছে যে যে (এপ্রিল, মে আর জুন) তিন মাসে 5টি স্মার্টফোন সারা পৃথিবীতে সবথেকে বেশি বিক্রি হয়েছে। এই তালিকায় স্যামসং, অ্যাপেল আর সাওমি ফোনের নাম আছে।

১। iPhone 7 এই তিনমাসে সারা বিশ্বে সবথেকে বেশি বিক্রি হওয়া ফোন গুলির মধ্যে একটি। iPhone 7 এর 1কোটি 69 লাখ ইউনিট বিক্রি হয়েছে।

২। Xiaomi Redmi 4A ফোনটির 55 লাখ হ্যান্ডসেট বিক্রি হয়েছে।

৩। Samsung Galaxy S8 স্মার্টফোনটিও এই তালিকায় জায়গা করে নিয়েছে। স্যামসং তাদের এই হ্যান্ডসেটটির 1 কোটি 20 লাখ ইউনিট বিক্রি করেছে।

৪। iPhone 7 Plus ও এই তালিকায়র iPhone 7 এর সঙ্গে জায়গা করে নিয়েছে।  সারা বিশ্বে এই তিন মাসে 1 কোটি 51 iPhone 7 Plus বিক্রি হয়েছে।

৫। Samsung Galaxy S8+ স্মার্টফোনটির কথা বলতে গেলে এই স্মার্টফোনটির 90 লাখ ডিভাইস বিক্রি হয়েছে।

সোর্সঃ 

Connect On :